নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জরীফ উদ্দীন

জরীফ উদ্দীন

মন জোগাতে নয় জাগাতে

জরীফ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত অতঃপর

২১ শে মে, ২০১৫ রাত ১২:০৫

------------------তিন--------------
দশ বারের পর ফোনটা রিচিভ করলাম।
হ্যালো।
ফোন ধরতে এত সময় লাগে। ব্যস্ত ছিলে বুঝি?
তুমি বুঝনা প্রথম বার রিচিভ না করলে ব্যস্ত আছি। আচ্ছা কেন ফোন করছ?
কেমন আছো?
ভালো। আমি কিছু না বলে চুপ করে থাকি। রুমিও কিছু বলে না।
মেঘ, কিছু বলছ না যে।
কি বলব? তুমিই তো বলার জন্য ফোন করেছ। তুমি বল আমি শুনি।
পড়তেছ?
না।
তাহলে?
মনটা ভালো নেই।
তোমার আবার মন আছে নাকি? বাদ তোমার কি হয়েছে, জানতে পারি?
না, তেমন কিছু না। তুমি কি করছ?
পড়তে বসে তোমাকে ফোন দিলাম।
আচ্ছা রাখি। এখন পড়।
রাখবে?
কথা বলতে ইচ্ছে করছে না। ফেইসবুকে আসো চ্যাটিং করি। আমি জানি রুমির ফেইসবুক একদম অপছন্দ। তারপরও কথা বলতে শুরু করলে তাই তাকে বলি। বাধ্য ছেলের মতো ফেইসবুকে চ্যাটিং করে আমার সাথে। অথচ কিছুদিন আগে রুমিই আমাকে বলত, ফেইসবুক চালায় যত অলসেরা। সারা দিন কাজ-ক র্ম নেই সময় কাটাতে ফেইসবুক আসে হ্যায়, হ্যালো করতে। তিলকে তাল বানিয়ে অন্যের মাঝে প্রকাশ করা। আর আমি তাদের মধ্যে অন্যতম। এখন বন্ধুরা মাঝে মাঝে ওকে ক্ষাপায় ফেইসবুক পাগল বলে। আমিতো জানি ফেইসবুক না মেঘ পাগল। আমি ফেইসবুক লগ ইন না করে মোবাইল অফ করে রাখলাম। পরক্ষনে ইচ্ছে করে ফেইসবুক এ নতুন একাউন্ট খুললাম। তৌহিদুর রহমানের উপন্যাস "বৃষ্টি ভেজা রোদ্দুর" নামে। প্রোফাইল পিকচার বইটির ছবিটা দিলাম। প্রথম রিকুয়েস্ট পাঠালাম রুমিকে। সাথে সাথে একসেপ্ট। ম্যাসেজ দিলাম
Hi!
আমি কি আপনাকে চিনি?
Hu, tumi amake cheno ar na ceno amra ki bondhu hote pari na?
আমার বাংলিশ পড়তে সমস্যা। হয় ইংরেজিতে লেখেন নয়ত বাংলায় লেখেন।
আমরা কি বন্ধু হতে পারি?
অপরিচিত একজনকে কিভাবে বন্ধু বানাব? পরিচয় যদি দিতেন।
একটা আস্ত মেয়ে মানুষ।
নাম কি?
বৃষ্টি ভেজা রোদ্দুর
এটা তো বরুণ ভাইয়ের উপন্যাসের নাম।
বরুণ মানে তৌহিদুর রহমান স্যার আপনার ভাই।
হু চাচাত ভাই।
ভালো। আপনার বাসা ঢাকার কোথায়?
না, ঢাকায় না। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ীর মধুপুরে।
ও গ্রামের বাড়িতে। আচ্ছা তোমার বাড়ি থেকে নদী কতদূর?
ছয়, সাত কিমি হবে। আপনার নাম বললেন না কিন্তু।
আপনি না বলে আমাকে তুমি বলতে পার। তবেই বলব।
আচ্ছা বল।
মেহেবুবা সুলতানা।
মেহেবুবা সুলতানা মেঘ নামে আমার একজন খুব কাছের মানুষ আছে।
তাই, প্রেমিকা বুঝি?
ঠিক প্রেমিকা না। আবার নাও বলা যায়না।
বুঝলাম না।
আমি মেঘকে ভালবাসি। তবে এখনো আমাকে কিছু বলেনি।
আপনাদের একটা প্রধান সমস্যা।
মেয়েকে পছন্দ হলেই আই লাভ ইউ। মেয়েরা কি প্রেমের ডিলার? অনেক্ষন কোন উত্তর নেই। আমি প্রোফাইল এডিড শুরু করলাম। ফ্রেন্ড রিকুয়েস্ট এর হিসাব নেই। একসেপ্ট করতে বিরক্ত হয়ে গেলাম। আবারো রুমির ফোন। সাথে সাথে রিচিভ করলাম।
কই তুমি ফেইসবুক সাইন ইন করলে কই? কতগুলো ম্যাসেজ দিয়েছি যদি এক বার দেখতে।
মাথা ব্যথা করছে। ঘুম ধরছে।
ও ফেইসবুক এ আসার দরকার নেই। স্কিনের আলোয় আরও ব্যথা বেড়ে যাবে। ঘুমিয়ে পর। কাল দেখা হচ্ছে। good night. আমি আবারো বৃষ্টি ভেজা রোদ্দুর এ মনযোগ দিলাম। ম্যাসেজ বক্সে হ্যায়, হ্যালো, সালাম, বাড়ি কোথায়? কি সে পড়েন? ইত্যাদি দিয়ে ভরে যাচ্ছে। কোনটার উত্তর দেই কোনটার উত্তর দেই না। পাশাপাশি রুমির সাথে চ্যাটিং।
(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.