নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জরীফ উদ্দীন

জরীফ উদ্দীন

মন জোগাতে নয় জাগাতে

জরীফ উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবীদের মানসিকতা

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৮

আব্দুল্লাহ ও গনেশ খুব ভালো বন্ধু। দুই জনের খাওয়া, বেড়ানো এমনকি ঘুমানোও প্রায় এক সাথে। একদিন গনেশ পশ্চিম দিকে পেসাব করা শুরু করল। আব্দুল্লাহ তা দেখে গনেশ কে থাপ্পড় মারল। গনেশ মন খারাপ করলেও এর কোন প্রতিবাদ করল না। এর পর অনেক দিন কেটে যায়। যে কোন কারণ বসত একদিন আব্দুল্লাহ পশ্চিম দিকে পেশাব করা শুরু করছে। গনেশ পিছনে গিয়ে বলে, শালা আজ তোকে কি করব? ' আব্দুল্লাহ পেশাব করা শেষ করে গনেশের গালে আর একটা থাপ্পর দিয়ে বলে শালা হারামজাদা আমার পশ্চিম আমি কি করি করি তাতে তোর কি? এই হলো আমাদের ইতিহাস! আমাদের দেশে যখন একপক্ষ কোন গনতন্ত্র বিরোধী কাজ করে তখন অন্য পক্ষ নিজস্বার্থে হউক আর জন স্বার্থে হউক তা প্রতিরোধ করার চেষ্টা তদবির করবে। তবে দুঃখজনক হলেও মজার বিষয় পরে নিজেরাই তা করে। অন্য কেউ প্রতিবাদ করলেই তাকে কি ভাবে দাবায়ে রাখা যায় তা আজ আপনারা জানেন আমাকে নতুন ভাবে বলতে হবে না।
১৯৪৭ সালে দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে মুসলমান সংখ্যা গরিষ্ঠতায় পাকিস্তান আর হিন্দু সংখ্যা গরিষ্ঠতায় ভারত। এখন যারা ধর্মনিরপেক্ষতা বলে ঢোল পিটাচ্ছে তারা তা ভালোই জানেন। আমার কথা সেদিকে নয়। ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলেও ধর্মের আদর্শ মানে নি নেতারা। তারা যে শোষণের বিরুদ্ধে লড়াই করে দেশ ভাগ করল ক্ষমতার মসনদে বসে নিজেরাই তা ই শুরু করল। আবার সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ অবশেষে জন্ম বাংলাদেশ। সেখানেও আমার পশ্চিম আমি কি করি করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.