নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২

আকাশ নীলা
দুঃখী জাহিদ

শুভ সন্ধ্যা
আকাশ: শুভ সন্ধ্যা
নীলা: আমি নীলা।
আকাশ: আমি সাধারন ভাবে প্রথম একজন মানুষ ছিলাম তারপর আমার নামকরণ করা হয় আকাশ,এখন কেউ ডাকে কবি ।
নীলা: বেশ গুছিয়ে কথা বলেন আপনি ।
কাল তো আপনাদের ভার্সিটি ডে তাই না ? কি কি হবে কাল ?
আকাশ:আপনার সঠিক পরিচয়খানা দিলে আরো আপন করে কথা বলা যায় ।
নীলা: মেডিকেলে পড়ি।
কবিতা লিখি। গল্প লিখি।
কবি নামে অনেকে চেনে।
আকাশ:কোন মেডিকেল ??
কোথায় থাকেন ???
নীলা: বড়িশাল মেডিকেলে।
ডেন্টাল ইউনিট।
আকাশ:হে কালই আমাদের ভার্সিটি ডে ।
নীলা:কি কি হবে কাল?
আকাশ:যে যেমন করে নিজেকে সাজাবে ।
কেউ নিরবে ,কেউ মাতাল হয়ে ,কেউ অস্তিত্বহীনভাবে..
যার যে রকম মন চাই........
আসবেন নাকি ????
নীলা: ডাকবেন?
আকাশ:যদি আসেন আমার দুয়ারে সেতো সুভাগ্য আমার...
নীলা: আসবো অন্যকোন দিন
আকাশ:আশায় রইলাম
এখন আছেন কোথায়???
নীলা: বরিশালেই আছি।
আপনি কততম ব্যাচ?

আকাশ:জবির সবকিছু জানেন,আপন কেউ আছে নাকি ???
নীলা: ছিলো
আকাশ:এখন নেই ???
নীলা: নাহ্।
৫ম ব্যাচের। বাংলায় পড়তো।
আকাশ:এখন কোথা্য় ?? আপনার কবিতার নীরাভ নামের ??? নাকি কাল্পনিক........
নীলা:নীরাভ কাল্পনিক নাম..........
আকাশ:আসল নামটা কি বলা যায় ???
নীলা:না রে। চিনবেন তাহলে। চাই না চিনেন।
ভালো থাকুক প্রানের মানুষ..........
আপনি কততম ব্যাচের?
আকাশ:আমি হয়তো অনেক ছোট আমি
৮ম ব্যাচ... আপনি কতসালে এইচএসসি দিয়েছেন ???
নীলা:১৩ তে
আকাশ:আমিতো ১২ তে
একটু হাসি আবার পুনরাবৃত্তি
খুব তারাতারি বিয়ে করার ইচ্ছে ছিলো বুঝি ???
নীলা:ভালোবাসতাম খুব। শুনেছি সে এখন আপনাদের ৮ম ব্যাচের নওশিন না শিল্পার সাথে প্রেম করে ।
৯ম ব্যাচের মিতালীর সাথেও প্রেমের কথা শুনেছি
আকাশ:ভালবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জল.........
সে যদি পারে আপনি কেন পারবেন না ...
যাই হুক আমি আপনার বিষয়ে অনেক বেশি বলে ফেলেছি...........
ভুল হলে ক্ষমা করবেন ।
নীলা:না রে ঠিক আছে।
আকাশ:আমার সাথে কথা বলার কেন ইচ্ছা হলো আপনার ???
নীলা:কালের কন্ঠে আপনার লেখা পড়েছি। ভালো লেগেছে।
আকাশ:তাই আমার কাছে কোন চা্‌ওয়ার থাকলে বলতে পারেন
,যদি কাজে আসি
নীলা:চাওয়ার কিছু নেই। আমাকে তুমি/ তুই বলতে পারেন
আকাশ:ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য।
নীলা:আমি কিন্তু তুমিই বলবো
আকাশ:

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কথোপকথন। লেখালেখি চলতে থাকুক+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.