নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

কবি ও নারী

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭



কবি ও নারী
দুঃখী জাহিদ
কবির সাথে নারীর কথোপকথন :
কবি : আমি নারীকে বুঝতে চাই?
নারী : তুমি নারীর দেহ বুঝতে পারবে?
কবি : ওটা বুঝতে চাই না "মাংশপিণ্ডের মধ্যে কি হৃদয় লোকায়িত। আমি হৃদয় বুঝতে চাই।
নারী :যে দেহ বুঝতে পারে না, সে হৃদয় দিয়ে কি করবে।
কবি : আমি বুঝতে পারি, ইচ্ছে করেনা, আমি খেলুক না তাই হৃদয় বুঝতে চাই।
নারী :যে দেহের চাহিদাকে উপেক্ষা করে, অন্তসারশূন্যতা নিয়ে টানাহেঁচড়া করে, সে কখনোই নারীর হৃদয় বুঝতে পারে না।
কবি : তাহলে আমি কি ধরে নিব "নারীর হৃদয় "ঐ মাংশপিণ্ডের গহীনে লোকায়িত, নাকি দেহের বিভিন্ন ভাঁজে ছিন্নভিন্ন হয়ে আছে হৃদয় নামক শব্দটা।
নারী : না আমি এভাবে শুনতে চাই নি, দেহ ছাড়া হৃদয় পাবে কোথায়, যদি এই দেহই না থাকে তোমার হৃদয় নামধারী শব্দের যে মরণ হবে।
কবি :তুমি কি বলতে চাও "দুফোঁটা বিষাক্ত জলে "বিছানার চাদরে নতুবা কোন রমনীর দেহে গন্ধ ছড়ালে নারীর হৃদয় বুঝতে পারবে এই অধম্য কবি।
নারী : তুমি শিল্প প্রেমী মানুষ শব্দের মার্জনা ভাল করেই শিখেছ, তবুও বলি নির্বোধের মত একঘেয়েমি করু না।
কবি : তাহলে কি করব আমি, নাকি ঐ আলো আঁধারে হাহাকার জনিত ভাসমান কান্নায় চিৎকার করে বলব "হে নারী তোমাকে আমি বুঝতে চাই "
নারী :এটা তোমার পাগলামি ছাড়া আর কিছুই হবে না। তুমি কবি তোমার যা ইচ্ছা তা করতে পারো। নারীকে হৃদয় সিংহাসনে বসাতে পারো আবার ময়লা আবর্জনায় রাখতে পারো, এটা তোমার ইচ্ছা।
কবি :এভাবে তাচ্ছিল্য স্বরে আমাকে তিরস্কার করে দেহের প্রতি আগ্রহ যোগাতে পারবে না।
নারী : আমি তোমার আগ্রহ কোন প্রকারেই আশা করি না, তোমার নির্বোধ সঙ্গা আমাকে বেধনায় অশ্রুসিক্ত করে।
কবি : তোমাকে বুঝতে আমি অক্ষম, তাই তোমার চোখে জল, তুমি কি এই নির্বোধ কবির বেধনাময় পাতার অক্ষর গুলো পড়ে দেখেছ?
নারী :সেটা আমার পড়ার বিষয় নয়, আমি কবির ভাষা বুঝতে পারি না, এটা সমালোচকদের কাজ।
কবি : এভাবে কত বার তিরস্কারের চোখে আমার উপর অগ্নিশিখা ডেলে দিবে, আমি আর পারছি না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

রুদ্র জাহেদ বলেছেন: বাহ!বেশ ভালো লাগল+

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

সরকারী জল্লাদ বলেছেন: আহা :(

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

দুঃখী জাহিদ বলেছেন: আহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.