নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

পুরুষত্ব

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০



পুরুষত্ব
দুঃখী জাহিদ
আমার পুরুষত্বের সবটুকু তোমার মধ্যিখানে ডুবিয়ে দিব
এখানে থাকবেনা কোন কৃপণতা আসবেনা অলসতা
নারিত্বের অধিকার যদি নিয়ে আসো সবই পাবে
আমার শরীরে অঙ্গ-প্রতঙ্গ মিশিয়ে দিব
তোমার আধ-ভাংঙ্গা ঢেউকার শরীরে ।
আমার হৃদয়ের সংস্পর্শে আলোকিত করবো তোমায়
অন্ধকারের সবগুলো পরমানু জ্বেলে দিব
অনু-পারমানু গুলো থর থর কাঁপবে সংস্পর্শে
উদর থেকে ভূদর প্রকম্পিত হবে ভালবাসায় ।
হৃদয়কার অন্তরে মিশিয়ে পুরুষত্বের সবটুকু দিব
সাগর গুলো ঢেউয়ের আঁধারে মিশে যাবে
মহাসাগর গুলো হা করে তাকিয়ে থাকবে মিলনের আর্শীবাদে
আমি আমার ভালবাসার পূর্ণাঙ্গটুকু তোমায় দিব ।
যে ঘরে থাকবো আমরা শুধুই দুজন-দুজনা
আসবাবপত্র গুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে
ঝুপের ঝাড়ে ছোট্ট নীড় যে বেঁধেছে পাখিটা
সেও উঁকি মেরে দেখবে আমাদের মিলনের মধুক্ষন ।
আমি রাঙ্গাতে চাই আমার পুরুষত্ব দিয়ে তোমাকে
নষ্ট হতে দিব না রক্তের একফোঁটা আমৃতকে
ভাঁসিয়ে নিয়ে যাব অসীম আকাশের সীমাতলে
আদরের সন্ধিক্ষন কেবল তোমারি জন্য বরাদ্দ ।
যখন রাতের মানুষ গুলো ঘুমের যন্তনায় ব্যস্ত
তখনই তোমার জন্য আমার পুরুষত্ব জেগে উঠে
হা-করে তাকিয়ে থাকি হারিয়ে যায় স্বপ্নপুরিতে
অঝুরের বৃষ্টিধারা নিয়ে যায় স্বপ্নালোকে
আর আমি একা হাতড়ে বেড়াই তোমার ভালবাসাকে ।
হৃদয়ের অস্তিরতা কেবল বাড়তে থাকে
কেবল তোমার নারিত্বের ভালবাসার জন্য
আর আমি হারিয়ে যায় কোন স্বপ্নপুরির মধ্যিখানে
বিসর্জন দেয় আমার পুরুষত্বকে যেখানে কেবল একাকিত্ব ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি তো শিল্প দিয়ে ভরা।

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

দুঃখী জাহিদ বলেছেন: শিল্পির কাজই শিল্প অংকন করা

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ভালবাসা ও ধন্যবাদ

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

এ এস রিপন বলেছেন: পড়ে ভালো লাগল!

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


যদিও আমি নিজেই বানান সচেতন নই খুব একটা। কিন্তু আপনার কবিতায় কিছু বানান খুব চোখে লাগছে। যেমনঃ

নারিত্ব<নারীত্ব, আমি হারিয়ে জায়<আমি হারিয়ে যাই, অনু-পারমানু<অণু-পরমাণু

কবিতা বেশ হইছে। + +

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ বানানের সতর্ক করে দেওয়ার জন্য ।
ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকবো
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.