নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

পাগলি আমার,
আজ হৃদয় যে শব্দক্ষরনের রক্তপাতে স্নান করছে বক্ষ মরুভূমিতে তাহা বুঝাইবার সাধ্য আমার কস্মিনকালেও হইবার নয় । আমি তোমার বক্ষে বসন্তের আলিফ রচনা করিব এ ইচ্ছাটুকু যেমন সত্য ছিলো তুমি যে সামান্যদ্বয় অপরাধে আমাকে দন্ডবিধি দিয়ে অকাতরেই শব্দের স্রোতধারায় ফেলে মহাকালের প্রতিকের মত বিলীন হয়ে যাবে তাহা কি আমি কোনদিনও কল্পনা করেছিলাম ।আমার সত্যান্নয়সী আমার হৃদয়ের বাসন্তী তোমাকে অনেক কিছুই বলার ইচ্ছা জাগে কিন্তু বলতে পারি কই ,মুখের কথা চাপা খায় তোমার বধনখানা আমার চোখে প্রতিবিম্ব হইলে আমি বিলীন হয়ে যায় তোমাতে ,কি করিয়া বলিবো আমি যে হারিয়ে যায় সর্বকরণে তোমাতে । মনে মনে চিন্তা করি হেরীপটারের কালো কাপড়টা যদি আমার কাছে থাকতো তাহলে গোপণে নির্জনে কোন নিশিতি রাতে তোমার চরণ যুগলে ধরনা দিতাম ,মনেযে দেখিবার সাধ জাগে । আমার মত জানিনা কেউ তোমাকে নিয়ে ভাবে কিনা জানিনা তবে আমার জীবনের ভাবনা যে তুমি এর প্রমাণ আমি আগেই দিয়েছি ,তুমি লিখতে নিষেধ করেছিলে কিন্তু আমি তোমাকে ছাড়া লিখার কোন বিষয় খুঁজিয়া পাই না ,তাই লিখে যাচ্ছি । তোমার বেলা অবেলা সবটুকু ভালো কাটুক ,আমি তোমাতেই ভালো আছি ,ভালো থেকো ।
ইতি তোমার
পাগল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

বিজন রয় বলেছেন: পাগল-পাগলী।
+++

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

উল্টা দূরবীন বলেছেন: চিঠি না পাঠাইয়া পোস্ট কইরা দেলেন?

তয় ভাল্লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.