নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

এক নজরে বাংলাদেশের সকল রাষ্ট্রপতি ও তাদের মেয়াদকাল

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২


১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মেয়াদঃ ১১/০৪/১৯৭১ থেকে ১২/০১/১৯৭২ ইং
২। সৈয়দ নজরুল ইসলাম(অস্থায়ী)
মেয়াদঃ ১১/০৪/১৯৭১ থেকে ১০/০১/১৯৭২ ইং
৩। বিচারপতি আবু সাইদ চৌধুরী
মেয়াদঃ ১২/০১/১৯৭২ থেকে ১৪/১২/১৯৭২ ইং
৪। মোহাম্মদ মোহাম্মদ উল্লাহ
মেয়াদঃ ২৪/১২/১৯৭৩ থেকে ২৫/০১/১৯৭৫ ইং
৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মেয়াদঃ ২৫/০১/১৯৭৫ থেকে ১৫/০৮/১৯৭৫ ইং
৬। খন্দকার মোস্তাক আহম্মদ
মেয়াদঃ ১৫/০৮/১৯৭৫ থেকে ০৬/১১/১৯৭৫ ইং
৭। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
মেয়াদঃ ০৬/১১/১৯৭৫ থেকে ২১/০৪/১৯৭৭ ইং
৮। মেজর জেনারেল জিয়ায়ুর রহমান
মেয়াদঃ ২১/০৪/১৯৭৭ থেকে ৩০/০৫/১৯৮১ ইং
৯। বিচারপতি আব্দুস সাত্তার (অস্থায়ী)
মেয়াদঃ ৩০/০৫/১৯৮১ থেকে ২৪/০৩/১৯৮২ ইং
১০। হুসেইন মোহাম্মদ এরশাদ
মেয়াদঃ ২৪/০৩/১৯৮২ থেকে ২৭/০৩/১৯৮২ ইং
১১। বিচারপতি এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী
মেয়াদঃ ২৭/০৩/১৯৮২ থেকে ১১/১২/১৯৮৩ ইং
১২। হুসেইন মোহাম্মদ এরশাদ
মেয়াদঃ ১১/১২/১৯৮৩ থেকে ০৬/১২/১৯৯০ ইং
১৩। বিচারপতি শাহবুদ্দিন আহমেদ (অস্থায়ী)
১৪। বিচারপতি আব্দুর রহমান বিশ্বাস
মেয়াদঃ ১০/১০/১৯৯১ থেকে ০৯/১০/১৯৯৬ ইং
১৫। বিচারপতি শাহবুদ্দিন আহম্মেদ
মেয়াদঃ ০৯/১০/১৯৯৬ থেকে ১৪/১২/২০০১ ইং
১৬। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
মেয়াদঃ ১৪/১২/২০০১ থেকে ২১/০৬/২০০২ ইং
১৭। ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার
মেয়াদঃ ২১/০৬/২০০২ থেকে ০৬/০৯/২০০২ ইং
১৮। অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ
মেয়াদঃ ০৬/০৯/২০০২ থেকে ১২/০২/২০০৯ ইং
১৯। অ্যাডভোকেট জিল্লুর রহমান
মেয়াদঃ ১২/০২/২০০৯ থেকে ২০/০৩/১৩ ইং
২০। অ্যাডভোকেট আব্দুল হামিদ
মেয়াদঃ ২০/০৩/১৩ ইং থেকে....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর পোস্ট ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

সাদী ফেরদৌস বলেছেন: সে কি =p~ =p~ =p~

পরথম এ জিয়ার নাম নাই ক্যান ?????

শুনেন মিয়া , জিয়া হইল প্রথম মানব , উনি বি এ পাশ কারি , প্রথম খালেদারে বিবাহ কারি , প্রথম ঘোষক , প্রথম রাষ্ট্রপতি ।

আন্নে ভুল করছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.