নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমিকারা আমাকে জড়িয়ে ধরে রাখে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

কলেজ জীবনে আমার একজন প্রেমিকা ছিলো, সে আমাকে জড়িয়ে ধরলে আর ছাড়তে চাইতো না। সে আমার চাইতে বয়সে বড় ছিলো আর আমার চেয়ে অনেক লম্বা থাকায় তার বাহুবন্ধনীর ফাঁক ফোকর দিয়ে আমি মাঝে মাঝে দৌড়ে পালাতাম।

সুযোগ পেলে সে আমাকে আবার ধরতো, আমাকে সে আঁকড়ে ধরে রাখতো প্রায়শই অক্টোপাসের মতো। তার এই নাছোড়বান্দা প্রেম আমাকে পুলকিত করত না বরং আমি বিব্রত হতাম খুব। তার প্রতি আমার এই বিমুখতা দেখে সেও খুব বিব্রত হতো আর বলতো, আমার বয়স আর উচ্চতাই কি তোমার মাথাব্যথার কারণ, লাকী? আমি মুখে কিছু না বললেও শরীরের ভাষা দিয়ে তাকে বুঝাতাম যে আমি তাকে সত্যিই সহ্য করতে পারছি না।

ইদানিং মধ্যবয়সে এসেও আমার সেরকম একজন প্রেমিকা জুটেছে। আমাকে ধরলে সে আর ছাড়তেই চায় না। তার বাহুবন্ধন থেকে আমি কোনো ভাবেই মুক্ত হতে পারি না। তাকে পরিত্যাগ করার জন্য আমি কলিকাতা হারবাল থেকে শুরু করে মজনু কবিরাজ আর মসজিদের ইমাম সাহেবের কাছেও গিয়েছি। ওষুধ-পত্র, তাজিব আর ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। তার প্রেম এতই প্রবল যে কোনো চেষ্টাতেও তাকে আমি সরাতে পারছি না। তিন দিন আগে সে মধ্যরাতে একবার আমাকে জাপতে ধরেছিলো, আজ সারাদিনও সে আমাকে খুব করে জড়িয়ে ধরে রেখেছে। তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে অতঃপর প্রায় দুই ঘন্টা ধরে তাকে নিয়ে শুয়ে ছিলাম নীরব একটি কামরায়। তার সাথে দুঘণ্টা শুয়ে থাকার পরেও আমার প্রতি তার মোহ একটুও কাটে না। সে আমাকে কিছুতেই ছাড়তে চায় না।

সত্যি বলতে কি, আমার প্রেমিকাদের নিয়ে আমার মাথাব্যথার শেষ নেই আর আমার মাথাব্যথা নিয়ে আমার প্রেমিকাদের কোনোই মাথাব্যথা নেই।

(পুনশ্চঃ আমার সেই কলেজ জীবনের প্রেমিকার নাম জ্বর আর বর্তমান প্রেমিকার নাম মাথাব্যথা)

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা.......।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহা

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
আপনার প্রেমিকা এখন কেমন আছে.... মানে আপনার মাথাব্যথা =p~ চু........মু কেমন খাওয়া হচ্ছে.... :P

সরি লাকী ভাইয়া...একটু ব্যতিক্রম বলে পেললাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: চলতেছে গুরু

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

শুভবাদী রোদ বলেছেন: পুনশ্চটুকু না থাকলে তো ধরা ই যেতো না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহা

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ তালগাছ

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার দুই প্রেমিকা তো মনে হচ্ছে সহোদরা!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: তাই মনে হয় স্যার!

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

উদাসী স্বপ্ন বলেছেন: কমেন্ট গুলো পুরাই অসাম। হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো। কি যেনো কমেন্ট করতে আসছিলাম, মন্তব্য পড়ে বুষম খেয়ে ভুলে গেছি

তবে পোস্টদাতা প্রথম আলোর রেসিডেন্ট কবি জামিলের কাছাকাছি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: জামিল এর চাইতেও অনেক খোলামেলা করে লিখে, দাদা। যারা ব্লগে এসব লেখা পড়ে না তারা আবার লুকিয়ে রসময় গুপ্তের চটি পড়ে ! হাহাহাহাহাহা !

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

অচেনা হৃদি বলেছেন: চমৎকার লেখনী। আমি শিউর এই লেখাটা আলোচিত পোস্টে স্থান পাবে। এর আগে আমি কবি জায়েদ হোসাইন লাকী ভাইয়ার কোন লেখাকে আলোচিত হতে দেখিনি।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

মেহেদী হাসান হাসিব বলেছেন: বিনোদন =p~ :>

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহাহা

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭

সনেট কবি বলেছেন: বেশ

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

চাঙ্কু বলেছেন: =p~

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

নীল আকাশ বলেছেন: কমেন্ট গুলো পুরাই অসাম। হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো। কি যেনো কমেন্ট করতে আসছিলাম, মন্তব্যগুলি পড়ে ভুলে গেছি।

আসলাম আপনার কবিতা পড়তে, এসে দেখি রোমান্টিক প্রেমের গল্প লিখেছেন। আমরা এক প্রেমিকাই পাই না আর আপনি যে কিভাবে দুই জন কে সামলান?

চাদগাজির লেখা এরকমই, কারে বাদ দিয়েছে অহেতুক ছেচা দিতে? এটা পড়লে মনে হয় আমাকেও দিয়ে যাবে ;)



২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: উনি মহান এক মানুষ। সবাইকে খুঁচিয়ে উনি শান্তি পান। তবুও তো ভালো যে, আমরা ওনাকে শান্তি দিতে পারছি। আসলে, ওনার শান্তির বড় অভাব দাদা

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০

বাকপ্রবাস বলেছেন: গাজী দা দেখি অক্টোপাস স্টাইলেই জড়ায়ে ধরসে, গল্প সেইরকম ধাপ্পা হইসে =p~

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি একটা বুঝালেন।।।।। আর হয়ে গেল অন্য কিছু।
যাই হোক অন্যরকম একোটা ভাবনা কাজ করেছে।


আমাদের জীবনে কিছু রোগ আসলেই প্রেমিকার মতো ছাড়েনা। যেমন সাইনোসাইটিস বলে হয়তো। মাথা ব্যথা। এই ব্যথা সারা জীবনেও ভালো হয়না। ডাক্তাররা রোগীদের বলে। আসলে আমি কাউকে ভালো হতে দেখিনি।
আমার নিজেরো আছে।। প্রচন্ড বেশি।। ঠান্ডা লাগা থেকে নাকি হয়।।।


এটা প্রেমিকার মতোই।।। ঝাপটে ধরে থাকে

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

এ.এস বাশার বলেছেন: গল্প হলে ক্ষতি নাই। লাকি ভাই দীর্ঘ সময় নিয়ে মাথা ব্যথা হানিকর। অনেকে ফান হিসেবে নিলেও আমি সিরিয়াস ভাবে নিলাম।
আল্লাহ আপনাকে সেফা দান করুন।

আপনার চমু বিষয়ক কবিতা বেশ লাগে আমার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ বাশার ভাই

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

শিখা রহমান বলেছেন: লেখাটার শেষে ট্যুইষ্টটা ভালো লেগেছে। শেষটা না পড়া পর্যন্ত বুঝতে পারিনি বলেই ভালো লেগেছে।

শুভকামনা।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

কে ত ন বলেছেন: প্রেমিকার আলিঙ্গনকে উপভোগ করতে শিখুন। দেখবেন জীবন কত সুন্দর হয়ে উঠছে। তবে এসব প্রেমিকার সঙ্গে শারীরিক মিলন করতে যাবেন না। শেষ হয়ে যাবেন তাহলে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.