নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন একটা মানুষ …………পৃথীবির প্রতিটি মানুষের কিছু আশা-আকাঙ্কা থাকে, থাকে সীমাহিন স্বপ্ন। যেখানে সে তার জীবনকে সাজায় একিবারে নিজের মত করে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

অপূর্ব আহমেদ জুয়েল

ছোট্ট এই জীবনে অজানার অনেক কিছুই থাকে । তাই নিত্য দিনই জানার ক্ষদ্র চেষ্টা করি।

অপূর্ব আহমেদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে কেউ পতিতা হয় না !

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩১

মোটামুটি মানের একটা রেস্টুরেন্টে খাবার খেলে নূন্যতম দরকার ২৮০ থেকে ৩০০ টাকা। আর একটি মেয়ের দেহ ভোগ করবেন? ২৫০ টাকায় সম্ভব!!!

আমরা নারীদের কতোটা সস্তায় নামিয়ে এনেছি! তাই না? তবে ভয়ঙ্কর বিষয় হল কি জানেন ? কিছু দিন আগে একটা জরিপে গিয়ে জানতে পারলাম --২৫০ টাকার মধ্যে মেয়েটি কিন্তু পাচ্ছে মাত্র ৮০টাকা! আর বাকী টাকা?

ওই যে ‘গোপনে যে বেশ্যার ভাত খায়, তার জাতের কি আসে যায়’? অর্থাৎ যারা সমাজপতি--তাদের পকেটে। সমাজের বড় বড় মাথা। যারা শাসনকর্তা। যাদের চোখ রাঙানোতে আমরা তটস্থ। যারা টিভি পর্দার সামনে বসে টক শোতে লেচকার মারেন! যারা সমাজে নীতিবান ব্যাক্তি তাদের পকেটে যায় বাকী ১৭০ টাকা।

আক্ষেপ কী জানেন? ১৭০ টাকা যারা পাচ্ছে তারা কিন্তু ঠিকই সমাজপতি। আর নিজের দেহ বিলিয়ে ৮০টাকা পাচ্ছে যে মেয়েটি--সে হচ্ছে সমাজ বিতাড়িত নষ্টা, কুলটা,বেশ্যা, বারবনিতা, পতিতা ইত্যাদি!!!

কিন্তু সেই মেয়েটির পতিতা হওয়ার পিছুনের গল্পটা কি কারো জানা আছে ?

আমার সামনে যদি এখন বিশাল বড় একটি জনসভা হয় আর সেই জনসভায় যদি আমাকে প্রশ্ন করা হয় একটি মেয়ে পতিতা হওয়ার কারন কী? আমি তখন দাঁড়িয়ে সবার সামনে জোর গলায় বলবো একটা মেয়ে পতিতা হওয়ার পিছুনে সুস্হ জ্ঞানী কয়জন শিক্ষিত পুরুষ দায়ী!

→ যারা বাসার কাজের মেয়েকে একা পেয়ে ধর্ষন করে!

→ যারা অসহায় একটি মেয়ের দূর্বলতার সুযোগ নিয়ে ধর্ষন করে!

→ যারা শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষন করে!

→যারা সমাজ সেবী বলে পরিচিত হয়ে গরীব ঘরের একটি মেয়েকে কাজ দিবে বলে এনে একাধিকবার ধর্ষন করে কোন আবাসিক হোটেল দিয়ে আসে চুক্তি করে!

→যারা ভালবাসার নামে ভোগ করে নিচ্ছে একটি মেয়ের দেহ!

এখন আপনিও বলুন কে দায়ী? আপনার দৃষ্টিগুন থেকে কে বেশি অপরাধি? কে সমাজে খারাপ কাজ বৃদ্ধি করছে ? কাকে আগে সমাজ থেকে তাড়িত করতে হবে?

আসলে কথা কি জানেন আমাদের পুরুষদের মাঝেই যত কিছু! আর এই সব শয়তান যতদিন সমাজে থাকবে ততদিন সমাজে নেক্কার জনক কাজ বাড়তেই থাকবে! আগে তাদেরকে সমাজ থেকে বের করুন যারা একটি অসহায় মেয়েকে পতিতা হতে বাধ্য করে,যারা সরলতার সুযোগ নিয়ে একটি মেয়ের সব কিছু কেড়ে নেয় !

তাই বলছি একজন মেয়েকে বেশ্যা ও পতিতা বলা আগে সমাজের সেই সব লোকের দিক খেয়াল করুন!

কারন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা আসলেই খুব অসহায়!

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:০০

বুরহানউদ্দীন শামস বলেছেন: ঠিকই বলেছেন ভাই,
পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা আসলেই খুব অসহায়!

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৩

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: হুম ভাই :(

২| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

লিংকন১১৫ বলেছেন: আসলেই ভাই , আমি আপনার সাথে একমত

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৪

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: বেশ্যার খদ্দেরও কিন্তু মধ্যম আয়ের দেশে মাত্র দুই আড়াই শ? দুক্ষ পেলাম।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৩০

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: হুম ভাই ২৫০ টাকা এর মাঝে ৮০ টাকা পায় মেয়েটি !!

৪| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: খদ্দের কিন্তু আপনারা ই। আর মাত্র দুই আড়াই শ? ছিঃ, আমরা না মধ্যম আয়ের দেশ?

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৩১

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: মধ্যম আয়ের দেশ মনে হয় নামে !!

৫| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৪

জুপিটার মুহাইমিন বলেছেন: এ জগতে হায়
সেই বেশ্যা হয়
যার নাই ভুরি ভুরি!!


নারীদের দূর্বলতার সুযোগ নিয়ে পুরুষরা তাদের সবচেয়ে বড় অস্র ব্যবহার কর‍ছে।। .....ধিক্কারর

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ধিক্কারর জানাই আমিও !!

৬| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:০৫

নতুন বলেছেন: আমাদের সমাজ কিন্তু এটি পুসে রাখে। ধান্ধার জন্য।

এখানে মানুষ বিক্রি হয়...দাসী বানিয়ে রাখা হয়। কিন্তু সমাজ এদের বাচাতে আসেনা।

বড়ই বিচিত্র এই সমাজ।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫১

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: এই সমাজের নীতিবান লোকদের কিছু চিত্র দেখলে বড্ড অবাক হই ভাই !

৭| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৪

বীরেশ রায় বলেছেন: এই সমাজের পুরুষরা এতটাই ভালো যে, রাতের অন্ধকারে যে পুরুষ একজন পতিতা কিংবা নারীর যোনী ভোগ করে উন্মাদ হয়ে, সেই পুরুষই দিনের আলোতে নারী কিংবা পতিতাকে ঘৃণা করে গলা ফাটিয়ে!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ঠিক বলছেন তাঁরা কিন্তু সমাজপতি

৮| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

ক্থার্ক্থা বলেছেন: এ সমাজের বেশির ভাগ পুরুষয়ই লুল ।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: কি জানি। হয়ত বা কিংবা নয়ত তবে এই সমাজে নিজের দোষ স্বীকার করার মত লোক কম

৯| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪

তারেক মাহমুুড বলেছেন: তাহলে কি বলবেন যে কোন চাপে পরে অন্যায় করে সে আসলে দোষী নয়?

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৭

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: না আমার কাছে দোষী মনে হয় না কারণ তাকে বাধ্য করার হয়ছে , মানুষ বেঁচে থাকার জন্য অনেক কিছুই করে

১০| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯

নীলাবেশ বলেছেন: ভাই আপনাদের মাঝে যারা নিয়মিত যাতায়াত করেন , এর পরের বার থেকে ৫০ টাকা বেশি দিয়েন, মেয়ের হাতে।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: আপনিও দিয়েন আইসেন ৫০ টাকা বেশি ।

১১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অত্যাচার করাটা বা পতিতা রমনীকে ভোগের পর টাকা কম দেয়া বা ঠকানো, এটাই সবাই স্বাভাবিক বলে মানে!

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: হুম ভাই

১২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১২

সুমন নিনাদ বলেছেন: "সব পাপ দিয়ে আসে মানুষ দেবস্থানে
দেবতারা হাসে তুলে মাথা
মাঝ রাত্রীর হলে ফিরে যায় সেই মেয়ে
ঘরে রোজগার বারো টাকা।"
নচিকেতার "বার টাকা" গানটার কথা মনে পড়ল। চমৎকার লিখেছেন। মনের কথা লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০০

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য

১৩| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪০

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সরল স্বীকারোক্তির জন্য। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন ? মেয়েদের হাত-পা-মুখ একেবারে বাঁধা। তার দেহ বিক্রির ১৭০ টাকা যে পুরুষের দখলে গেল সে যখন প্রকাশ্যে নিজকে সাধু প্রমাণিত করার চেষ্টা করে আর ঐ পতিতাদের সমাজ থেকে উচ্ছেদের কথা বলে, তখন সব জেনেও এই পতিতা একটি কথাও বলতে পারেনা। কারণ, তাহলে তার ভাগের ৮০ টাকা পাবার নিশ্চয়তাও আর থাকবে না। অথচ এই ৮০ টাকাই তার দু'বেলা দু'মুঠো অন্ন সংস্থানের একমাত্র উপায়, এমনকি আরও অনেকের।

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নেই !!

১৪| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

রাতুলবিডি৫ বলেছেন: ওরা আমাদের বোন । ওদের জন্য কিছু একটা আমাদেরই করতে হবে ।
একটা বিষয় বুঝে আসে না আমার বোন যে এমন কষ্টে দিন যাপন করছে সে কেন গার্মেন্টস - এ চাকুরী নিয়ে চলে যায় না, আয় সেখানে খুব বেশী না হলেও, সামাজিক মুল্যায়ন তো সেখানে অনেক বেশী !

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ভাই এই সুযোগটা আর তাঁরা পায় না !! কারণ আমাদের সমাজের লোকজন তাদেরকে স্বাভাবিক বসবাস করতে দেয় না !

১৫| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

নাহিদ হাকিম বলেছেন: সহমত

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: আগে হবে আমাদের সমাজপতি আর নেতৃত্বে থাকালোকরাই হচ্ছে সমাজ বিতাড়িত নষ্টা, কুলটা,বেশ্যা, বারবনিতা, পতিতা ইত্যাদি!!! পার্থক্য মেয়েদের স্থানে পুরুষ, আর কিছু না।।

১৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০

তাপস কুমার দে বলেছেন: বেশ্যাবৃত্তির সৃষ্টি করেই সমাজপতিরা তাদের বহুবিধ প্রয়োজনে।

১৮| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৭

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

১৯| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৩

লেখোয়াড়. বলেছেন:
ইচ্ছে করে কেউ পতিতা হয় না ..................

সত্যি কথা।

২০| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০০

মোমেন মুন্না বলেছেন: নির্দিধায় সহমত!

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন: হমম । রাইট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.