নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল ছেলে!

জুবায়ের হাসান রাব্বী

পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আমি নিতান্তই অলস একজন মানুষ। লেখালেখি শখ হিসেবে শুরু করলেও এখন সেটা নেশা হয়ে গেছে।

জুবায়ের হাসান রাব্বী › বিস্তারিত পোস্টঃ

অপ্রাপ্ত বয়স্কদের পোর্ন ভিডওতে আসক্তি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

কম্পিউটার এ বসে গান লোড দিচ্ছিলাম। গান লোড দেওয়ার দোকানে যা হয়, তেমনই মানুষের পছন্দমত গান দিচ্ছিলাম। আর জিজ্ঞেস করছিলাম "আর কি দেব?"

লোড দিতে দিতে একসময় একজনকে জিজ্ঞেস করলাম "মেমরিতে কি দেব?" সে মুখ কাঁচুমাচু করে বলল "জিনিস দেন"। আমি আবার জিজ্ঞেস করলাম "জিনিস দেব মানে?"
সে ইনিয়েবিনিয়ে যা বোঝাল, তাতে বোঝা গেল সে তার মেমরিতে পোর্ন ভিডিও দিতে বলছে।

পুরোপুরি বুঝে উঠার পরে আমি ছেলেটার দিকে তাকালাম। এগার থেকে বারো বছর বয়স হবে। আবার এরচেয়ে কমও হতে পারে। আর এই বয়সেই এসে পোর্ন ভিডিও লোড দিতে চাচ্ছে!!

এইরকম ঘটনা এরপরেও দুই একজনের সাথে ঘটেছিল। কিন্ত আমি তাদের মেমরি লোড দেই নি। কারন মন থেকে সায় দেয় নি।

কিন্তু ইন্টারনেটে এই ধরনের কোন বাধা ধরা নিয়ম নেই। এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, যেগুলোতে ভিজিটরের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। কিন্তু তারা অহরহ এইসব ভিডিও ডাউনলোড দিয়ে দেখতে পারছে।

কিছু ওয়েবসাইট এ হয়তো জিজ্ঞেস করে "আপনি প্রাপ্তবয়স্ক হলে এখানে ঢুকবেন। নাহলে ঢুকবেন না" ওখানে যদি অপ্রাপ্তবয়স্করাও ঢুকে পরে তবুও কোম্পানি জানবে না। কারন তারা তো সরাসরি বয়স দেখতে আসে নি।

ইউটিউব এ এইসসব ভিডিও চালু করতে লগ ইন করতে হয়। যেই ইমেইল দিয়ে লগ করতে বলা হয়, সেই ইমেইলের বয়স দেখা হয়। প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক সেটা ওখান থেকেই যাচাই করা হয়।

তবুও অপ্রাপ্তবয়স্করা ওই ঠিকই ভিডিওগুলো দেখতে পায়। কারন, ইমেইল খোলার সময় অনেকেই বয়স বাড়িয়ে দেয়।

ফেসবুকেও অনেক পেজ আছে,যেগুলোতে পোর্ন ভিডিও, ছবি দেখা যায়। এগুলোও অপ্রাপ্তবয়স্কদের কবলেই বেশি থাকছে। যেটা বন্ধের চেষ্টা হলেও চালু করার চেষ্টাও চলে।

আমাদের দেশে পোর্ন দেখার জন্য কোন বাঁধাধরা বয়স নেই। কোন নিয়মকানুন নেই। এটা গণতান্ত্রিক অধিকারের মত হয়ে গিয়েছে।

কিন্তু এই পোর্নগুলো অপ্রাপ্তবয়স্কদের সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দিচ্ছে। যেটা আমাদের তরুন সমাজকে অনেক খারাপ পথে পা বাড়াতে বাধ্য করছে।

এই ভিডিও দেখেই অনেকে চলে যাচ্ছে যৌনপল্লিতে,আরো অনেক জায়গায়। কিন্তু তাদের এসবের বয়স হয় নি। তবুও তারা এদের প্রতি আকৃষ্ট হচ্ছে।

এউসব পোর্নভিডিও, পোর্ন ওয়েবসাইট, ফেসবুকে পোর্ন পেজ এগুলো থাকবে এভাবেই। কিন্তু অপ্রাপ্তবয়স্করা এইসবের কবলে পরলে ক্ষতির সম্মুখীন হবে বেশি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪

সায়েল বলেছেন: কিন্তু এই পোর্নগুলো অপ্রাপ্তবয়স্কদের সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দিচ্ছে। যেটা আমাদের তরুন সমাজকে অনেক খারাপ পথে পা বাড়াতে বাধ্য করছে।


ঠিক বলেছেন। কিন্তু পরিত্রাণের কোন উপায় জানা নেই?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: পিতামাতাকে সতর্ক থাকতে হবে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

বিপরীত বাক বলেছেন: যুগ আধুনিক হচ্ছে।
নতুন প্রজন্মের ওরা সবকিছু জানে বোঝে।

আগের সেই দমবদ্ধ পরিবেশ আর ফিরিয়ে আনার কোন দরকার নেই। এটা করা যাকে না, সেটা করা যাবে না, এদিক যাবি না, ওদিক যাবি না,,,,,
এইসব মধ্যযুগীয় মানসিকতা বর্জন করুন।

জীবন টা ছোট। তাই যত পারা যায়, দেখা, শোনা জানা, বলতে দিন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: ঠিক বলেছেন @সায়েল ভাই

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: হ্যা অবশ্যইই। আর জানতে হবে তারা কি করে কোথায় যায়। @বিজন রায়

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: তাই বলে এসবে বাধা দেওয়া হবে না!! @বিপরীত বাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.