নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস মানেই কি ১৪ই ফেব্রুয়ারি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

আচ্ছা ভালোবাসা দিবসটা আসলে কি??? কেনো ১৪ই ফেব্রুয়ারি তেই ভালোবাসা দিবস????
.
আমার কাছে ভালোবাসা দিবস মানে একটু different কিছু।
ভালোবাসা দিবস টা হওয়া উচিৎ ওই দিনটা-
.
যেইদিন তুমি তার হাতটা ধরে সাহস করে বলেই দিয়েছিলে,"শোনো আমি না তোমাকে খুব ভালোবাসি।"
ভালোবাসা দিবস ওই দিনটা যেদিন,ছেলেটি মেয়েটিকে সোজাসাপ্টা ভাবে "I love u" বলে দৌড় দিয়েছিলো।ওইদিন থেকে মেয়েটিও তার জন্যে কিছু অনুভব করতে শুরু করেছিলো।
ভালোবাসা দিবস ওইদিন টা যেদিন এংগেজমেন্ট এর দিন দুজনের চোখে চোখ পরে,দুজনেরই সেই লাজুক দৃষ্টি নামিয়ে ফেলা,গার্জিয়ান দের আড়ালে চোখে চোখে কথা বলা।
ভালোবাসা দিবস ওই দিনটা যেদিন arrange marriage এর এতোদিন পরে হয়তো স্বামী তাকে একটা শাড়ি আর কিছু ফুল হাতে নিয়ে এসে বলেছে"তোমার জন্যে নিয়ে এসেছি একটু পরে দেখাবে?" দুজনের চোখেই সেদিন ভালোবাসার অনুভুতি।
আমার মতে সেই দিনগুলোই ভালোবাসা দিবস, Valentine's day. জানিনা কেউ একমত কিনা আমার সাথে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.