নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

হ্যা আমি এমনই,আমি ব্যাকডেটেট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

আমি একটু আলাদা,আমার চিন্তাধারা একটু ভিন্ন।না নিজের প্রশংসা করছি না।কি বলতে চাচ্ছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন।
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো না,যে ২৪ঘন্টা তার বয়ফ্রেন্ডের সাথে সুপার গ্লু এর মত লেগে থাকব ফোনে।
হয়তো বা ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে বলতে পারবো না,"জান তুমি কি কর?", "ও জান তুমি খাইসো?" "জান তুমি গোসল করসো?" আরও কত্ত লুতুপুতু কথা থাকে,ওইগুলা হয়তো বলতে পারবো না।
.
তবে হুম আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে, যখন শুনবে যে তার প্রিয় মানুষটি অসুস্থ বা কোনো সমস্যায় আছে,তখন তার জন্যে নফল নামাজ আদায় করতে পারবে,রোজা রাখতে পারবে।সে অসুস্থ হলে তাকে জোর করে ধরে ডাক্তার এর কাছে নিয়ে যেতে পারবে।বয়ফ্রেন্ডের সমস্যার কথা শুনে তা সমাধান করার জন্যে দুজন মিলে আলোচোনা করতে পারবে।আমার কথা সমস্যা আমার অনুভুতি গুলো তাকে সরাসরি খোলামেলা ভাবে বলতে পারবো।কিন্তু ন্যাকামো আমার দ্বারা সম্ভব নয়।
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো না,যে বলার আগেই বুঝে নিবে সব,কারণ আমি কোনো মনোবিজ্ঞানী নই।আমি কারও ওপর রাগ করে থাকলে,অভিমান করে চুপ করে বসে থাকব,যে সে কখন এসে আমার রাগ,অভিমান ভাঙাবে এরকম গার্লফ্রেন্ড হতে পারবো না।
.
আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে তার প্রিয় মানুষের মুখ থেকে ছলেবলে কৌশলে তার মনের অব্যক্ত কথা বের করতে পারবে। প্রিয় মানুষের ওপর কোনো কারণে অভিমান বা রাগ করলে সরাসরি বলে দিব-"দেখো তোমার এই বিষয়গুলো আমার খারাপ লাগে,আমাকে কষ্ট দেয়।"
.
আমি ওই টাইপের গার্লফ্রেন্ড হতে পারব না,যে বয়ফ্রেন্ডকে শপিং এ নিয়ে যেয়ে ফতুর করে আসতে পারবো বা বলবো আমাকে ওই রেস্টুরেন্ট এ নিয়ে যাও।
.
আমি এই টাইপের গার্লফ্রেন্ড হতে পারবো যে হয়তো বয়ফ্রেন্ডকে নিয়ে শপিং করতে যাবে ঠিকই কিন্তু নিজের আগে বয়ফ্রেন্ডের কি লাগবে তা দেখতে পারবে।বলতে পারবে তোমার পকেটে কি টাকা আছে?বা বয়ফ্রেন্ড ওই রেস্টুরেন্ট এ নিয়ে যেতে চাইলে-তার অবস্থার অনুকূলে না হলে,মিছে অভিনয় করে বলতে পারবে আমার না ওখানে যেতে ইচ্ছে করছেনা, চলোনা অন্য কোথাও যাই!
.
আমি এমন টাইপের ই গার্লফ্রেন্ড হতে পারব,এতে যদি ব্যাকডেটেট হই,তবে হলাম,আমার এ উপাধি শুনতে কোনো সমস্যা নেই।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

তানজির খান বলেছেন: আপু আপনার জন্য শুভকামনা রইল। পেয়ে যাবেন নিশ্চয়ই আপনার মনের মত কাউকে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা ভাল বলেছেন । শুভ কামনা ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

ঋজুক বলেছেন: শুভ কামনা

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

ছায়েদ শাহ বলেছেন: ওরে আল্লাহ পাইছি....সেই কত কাল থেকেই খুঁজতেছি এইরাম একজনকে :) :):)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: শুভ কামনা রইলো। পেয়ে যাবেন; উদগ্রীব হবার কারণ নেই।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: :-D হা হা....সত্যি ই,, সারা জীবন আপনি এ রকম ই থাকুন... এটা ই চাই।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

নতুন বলেছেন: ব্যাকডেটেড মেয়ে গার্লফ্রেন্ড এর অথ` জানে?

গার্লফ্রেন্ড জিনিসটাই মডা`ন আইডিয়া.... বালক বালিকার বিয়ের আগেই শারিরিক সম্পক যুক্ত।

যখন শুনবে যে তার প্রিয় মানুষটি অসুস্থ বা কোনো সমস্যায় আছে,তখন তার জন্যে নফল নামাজ আদায় করতে পারবে,রোজা রাখতে পারবে।


তাই বয়ফ্রেন্ডের জন্য নফল নামাজ/রোজা কি ধম` সমথ`ন করে? :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

ইএনজি মাসুদ বলেছেন: লেখা-লেখির মান যথেষ্ট ভাল হচ্ছে, তবে দৈনন্দিন জীবনের টপিক নিয়ে না লিখে জাতীয় সমস্যা , সচেতনতা বা নতুন কোন অগ্রগতি নিয়ে লিখতে পারাে যা আমাদের অনেক প্রয়োজন । হয় তো লাইক,কমেন্ট,ভিউয়ার কম হবে, কিন্তু যে কয় জন পড়বে তারা সকলে উপকৃত হবে।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: Shobar kotha গুলো mathay thake. .insha allah

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

সাদমান রহমান বলেছেন: হা হা হা! বেশ ভালো লাগলো! :-B

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: হা হা হা ++।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.