নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

বালিকা তুমি সাবধান তো??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

"বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে,যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙ্গে মনকে"
.
মেয়েরা যেমন খুব লাজুক স্বভাবের ঠিক তেমনি খুব বোকাও।
খুব অল্পতেই আবেগপ্রবণ হয়ে পরে।সেই আবেগে ভুলে বসে অনেক কিছুই।
"প্রেম","ভালোবাসা " এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত।প্রেম ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়।প্রেম একটা স্বাভাবিক ব্যাপার যা সবার জীবনে আসবে!
প্রেম করা কোনো খারাপ কিছু না,তবে প্রেমে পরে সীমা অতিক্রম করে,বাধা ভেংগে অন্তরঙ্গ সম্পর্কে জড়ানোটা খারাপ।
তুমি খুব আবেগে তার সাথে হয়তো জড়িয়ে যাচ্ছো।কিন্তু ওই পাড়ের মানুষটা আসলে কতটা বিশ্বাসযোগ্য তা আগে যাচাই করে নাও।রিলেশন এ হয়তো অনেক কিছুই হয়,হবে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কতটুকু সীমানা রাখবে তুমি তোমার সুরক্ষার জন্যে।
.
হয়তো সে তোমাকে অনেক মন ভোলানো কথা বলবে,অনেক স্বপ্ন দেখাবে,অনেক উপহার ও দিবে।কিন্তু বালিকা "চোখের ফাকিতে,ঠোঁটের হাসিতে হইও না উতসুক"।প্রেম সেম কামনা,বাসনা পূরন শেষ,সেও দেখবে ফুরর....।
.
তার ওই মন ভোলানো কথায় হয়তো তুমি খনিকের জন্যে খুশি হবে,কিন্তু যদি এর ইতিবাচক কোনো ঘটনা না ঘটে তবে ফল ভোগ করবে সারা জীবন।সস্তা প্রেমে পস্তাবে আজীবন। জীবন টা তোমার,সব ডিসিশন তোমাকেই নিতে হবে,কারণ তোমার একটা ভুল সিদ্ধান্ত যেমন তোমার ক্ষতি করবে ঠিক সেই বোঝা পরিবার কেও নিতে হবে।
.
"তোমাকে তুমি সামলে রেখো,তোমার মত করে।সস্তা প্রেমের ধোকায় নয়তো কাদঁবে বালিশ ধরে!"
.
তাই সব শেষে আরেকটি কথা-
"হও হুশিয়ার,মনের দুয়ারে নজর রাখো খুব বালিকা"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

ঋজুক বলেছেন: হও হুশিয়ার,মনের দুয়ারে নজর রাখো খুব বালিকা ......

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

অগ্নি কল্লোল বলেছেন: চোখের ফাঁকিতে ঠোটের হাসিতে হইয়ো না উৎসুক।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন:

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

গারোপাহাড় বলেছেন: thikoi bolechen. ai digital juge beparta j koto voyaboho ta hamesai dekha jacche!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: Hmmm...tai to lekha

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

রফিকুলইসলাম বলেছেন: write

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

রুবায়েত ইসলাম বলেছেন: যথার্থ বলেছেন

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "তোমাকে তুমি সামলে রেখো, তোমার মত করে । সস্তা প্রেমের ধোঁকায় নয়তো কাদঁবে বালিশ ধরে!"

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: Hmmm

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: ভাল লেখা ++।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.