নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

বিয়ে যদি হয় শুধু সন্তান উতপাদন প্রক্রিয়া তবে কাবিননামা একটা চুক্তিপত্র মাত্র

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

কোনো এক ফেন্ড এর কাছে শুনেছিলাম ওর বাবার দুই বিয়ে।খুব অবাক হয়েই জিজ্ঞেস করেছিলাম কেন আংকেল দুই বিয়ে করলেন!উত্তরে যা শুনলাম তা হল-ওর বাবার প্রথম স্ত্রীর নাকি কোনো বাচ্চা হত না,তাই তাকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে বিয়ে করা!
.
এই কথাগুলো শোনার পর আমি একটু অবাক হয়েছিলাম!সামান্য এই কারণে কেউ এরকম কাউ কে ছাড়তে পারে??? বিয়ে মানে কি শুধু সন্তান উতপাদন?এছাড়া আর কিছুই কি থাকে না?
.
আমি এই ব্যাপারটা একদমই মানতে পারিনা।"মা" হওয়া প্রত্যেক মেয়ের জীবনের স্বপ্ন,সন্তানকে নিয়ে সে অনেক রকম স্বপ্ন দেখে সে,যেমনটি একজন ছেলে ও দেখে বাবা হওয়ার।কিন্তু যখন মেয়েটি জানতে পারে যে সে মা হতে পারবে না,তখন তার ওপর দিয়ে কি ঝর আর সুনামি যায় শুধু সে ব্যথিত কেউ বুঝবে না।
.
আচ্ছা বিয়ে যদি দুটি মনের সম্পর্ক না হয়ে সন্তান উতপাদন প্রক্রিয়া হয়,তবে বিয়ের কাবিন নামাটাও আমার কাছে একটা কাগজ মাত্র,যেটা চুক্তি পত্র শুধু আর কিছু নয়।বিয়ে প্রত্যেক ধর্মেই একটা গুরুত্বপূর্ণ সামাজিক কর্ম।কিন্তু মনের মিলন,মানুষিকতার বোঝা পড়া এতে থাকাটা আমি আবশ্যক বলে মনে করি।শুধু শারীরিক চাহিদা তো পতিতালয়ে গিয়েও পূরণ করে আসা যায়।কিন্তু কোনো পতিতাকে বউ বানানো যায় না।যদি কোনো মনের মিলন,ভালোবাসা না থাকে তবে কি সেটা পতিতার সাথে রাত যাপনের মত নয়?তারা টাকার বিনিময়ে রাত যাপন করে,আর এসকল বউএরা চুক্তিপত্রে গ্রাস হয়ে সন্তান উতপাদনের জন্যে করে!.
.
বিয়ের সম্পর্ক টা কি এমন হওয়া উচিৎ নয়,যেখানে ভালোবাসা থাকবে,বোঝাপড়া থাকবে,কারো কোনো সমস্যা হলে দুজনে মিলে সমাধান করবে,আর সন্তান না হলে? কি করবে তখন? কেন একটা বাচ্চা এডোপ্ট করা কি যায় না?আজকাল অনেক তো ভালো উপায় আছে বাচ্চা নেয়ার সেই পদ্ধতি গুলো অবলম্বন করতে সমস্যা কি?একটা বাচ্চার জন্যে কারো জীবন নষ্ট করার কি কোনো মানে আছে?
জানি সন্তান অনেক বড় পাওয়া,কিন্তু তোমার অর্ধাঙ্গিনীকে তোমার জীবনের সঙী হিসেবে পাওয়াটা কি কম পাওয়া?যে তোমার সুখ-দুঃখের সাথি হবে তার কি কোনো মুল্য নেই তোমার জীবনে???একটু ভাবো!
.
সব শেষে শুধু বলবো-"যারা বিয়েটাকে শুধু সন্তান উতপাদন প্রক্রিয়া ভাবে,তাদের জন্য শুধুই আমার করুণা ও সমবেদনা রইলো "

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: তর্ক করা যেতে পারে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: জি করুন

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

এম.এ.জি তালুকদার বলেছেন: বিয়ের ধর্মিয় ও আইনী বিষয়গুলো জিনে নিন।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

রাশেদ রাহাত বলেছেন: এটার ধর্মীয় ব্যখ্যা নেওয়া দরকার।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:

বিয়ের ধর্মিয় ও আইনী বিষয় বলে কিছু নেই।
বিয়ে রেজিষ্ট্রশন ব্যবস্থা চালু হয়েছে মাত্র ৩০-৪০ বছর হল।
পৃথিবির সব স্থানেই বিয়ে হয়ে আসছিল সুধু মৌখিক ঘোষনা ঈশ্বরের/আল্লার নাম বা মৌখিক মন্ত্র, বা সংক্ষিপ্ত ঘোষনার মাধ্যমেই সঙ্গি বাছাই, বিয়ে বা লিভিং টুগেদার।
মানুষ প্রকৃতিগত ভাবে আদিমকাল থেকে সঙ্গি পরিবর্তন করত না।
বেশ কিছু প্রানীও আদিম মানুষের মত সঙ্গি পরিবর্তন করে না। যেমন কবুতর, শালিক, দোয়েল, বাবুই, চড়ুই, চিল, ঈগল, বানর, গরিলা, ডলফিন, তিমি, ইত্যাদি কখনো সংগি পরিবর্তন করে না।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

রাজীব বলেছেন: প্রিয়াংকা চোপড়া কি বলেছেন দেখুন।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

মাসুদ_খান বলেছেন: আমরা নতুন নতুন ব্লগ কত দিন পর পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.