নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ জীবনটা এত ছোট!

১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৩০

জলরাশি দ্রুতবেগে ধায়, কে জানে কোথায়!
ছন্দে ছন্দে যাবার বেলায়
উচ্ছ্বল তরল জলধারা ঘন ঘন বাধা পায়,
কঠিন শিলায়; তবু সে ছুটে যায়, অবলীলায়!

চলার নাম জীবন, থামার নাম যতি।
জন্ম থেকে জীবন শুরু, জীবন ক্ষুদ্র অতি।
যত বড়ই হোক ক্ষুদ্র এ জীবনের ক্যানভাস,
পার হয়ে যায় দ্রুত, আমাদের এ জীবন বিন্দাস।


ঢাকা
১৬ অক্টোবর ২০২২

(মেলবোর্নের ‘ম্যারিয়ট ওয়াটার্স’ এলাকায় একটি দ্রুত ধাবমান জলধারার পাশে কিছুক্ষণ বসে ছিলাম দুপুর ১২টা ১৫ মিনিট, ১২ মে ২০২২ তারিখে। তখনকার কিছু ভাবনা এ কবিতায় রূপ পেয়েছে।)


মন্তব্য ৩৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



অষ্ট্রেলিয়ার কৃষকদের জীবনযাত্রা দেখার সুযোগ হয়েছিলো আপনার?

অষ্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যাই ২ কোটী ৬০ লাখের মতো, আর বাংলাদেশের ৯ কোটী মানুষ কৃষিতে আছে; ইহা নিয়ে আপনি কি ভাবেছেন? আমাদের মানুষের জীবনটাকে অর্থবহ করার জন্য কি কি করতে হবে?

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: না হয় নি।
দয়া করে মন্তব্য পোস্টের প্রসঙ্গে সীমিত রাখুন। পরে যদি কখনো আপনার জিজ্ঞাসিত বিষয়ে লেখার সুযোগ হয়, তখন না হয় এ নিয়ে বিশদ আলোচনায় যাওয়া যাবে। তবে আপাততঃ পোস্ট প্রসঙ্গে কিছু বলার থাকলে বলুন, নতুবা মোটেই নয়।

২| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: অল্প কথায় কী সুন্দর করে জীবনবোধ তুলে ধরেছেন!
আসলেই জীবন চলমান। অনেক প্রতিবন্ধকতা, বৈরীতা পেরিয়ে প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানা রকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে। কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত- সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে। কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয়। আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ-কোনো কিছুই চিরস্থায়ী নয়।

সকাল বেলা সামুতে লগইন করেই এমন একটা জীবনবোধের কবিতা পড়ে অন্যরকম ভালোলাগায় আপ্লুত!
ধন্যবাদ এবং প্লাস।

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: কঠিন পাথরের প্রতিবন্ধকতা মোকাবিলা করে তরল জল কিভাবে আপন গতিতে একটুও ছন্দ না হারিয়ে গন্তব্য পানে এগিয়ে চলে, সেটাই জীবনের প্রেরণা, এগিয়ে চলার প্রেরণা। এই প্রেরণার কথাটাই আপনি সুন্দর করে গুছিয়ে বলেছেন।
"কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয়। আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ-কোনো কিছুই চিরস্থায়ী নয়" - চমৎকার বলেছেন।
সুন্দর মন্তব্য এবং প্রথম প্লাসটির জন্য অশেষ ধন্যবাদ। +

৩| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২০

কামাল৮০ বলেছেন: ছোট বলেই আনন্দের।বড় হলে বিড়ম্বনার শেষ থাকতো না।

১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: হয়তো তাই। কর্মক্ষমতা হারানোর পূর্বেই প্রস্থানটা হয়তো সবার কাম্য, তবে বিষয়টি যেহেতু মানুষের হাতে নেই, সেহেতু জীবন যেভাবে আসে, সেভাবেই সন্তুষ্ট থেকে সর্বোত্তমভাবে সবার নিজের কাজগুলো সম্পাদন করে যাবার চেষ্টা করা উচিত।

৪| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনটা আসলে এই জলরাশির মতোই।

১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ধন্যবাদ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০০

পবিত্র হোসাইন বলেছেন: চলার নাম জীবন থামার নাম যতি

এই লাইনটা সুন্দর ছিল।

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৬| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর ও সহজ সরল। কবিতায় কোনো ভান নেই, ভনিতা নেই।

১৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। আমার কবিতায় কোন ভান ভনিতা থাকার প্রশ্ন আসে না।

৭| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

অপ্‌সরা বলেছেন: জীবন ছোট বা বড় নিয়ে আমরা কেউই তেমন ভাবি না আমরা যতক্ষন বেঁচে থাকি।

বিন্দাসই থাকি .... তাই তো বেঁচে থাকাটা এত সুন্দর!

১৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

খায়রুল আহসান বলেছেন: "বিন্দাসই থাকি .... তাই তো বেঁচে থাকাটা এত সুন্দর!" - সুন্দর বলেছেন!
জীবন ছোট হোক বা বড়ই হোক, আমাদের কাছে মনে হয় সবসময় তা ছোটই মনে হয়, হবে!

৮| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনি কবি মানুষ, মেলবোর্ণের মেরিয়টের পাশে বসে শুধু নিজের জীবন নিয়ে ভাবলেন? সেই দেশের মানুষ, চাষী, আমাদের চাষীদের জীবন কি আপনার জীবনের মতো কিছু না?

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: মেরিয়টের পাশে বসে শুধু নিজের জীবন নিয়ে ভাবিনি, সবার জীবনের গতিপথ নিয়ে ভেবেছি। কবি হলেই কৃষি এবং কৃষকের জীবন নিয়ে কবিতা লিখতেই হবে, এমন দিব্বি আপনাকে কে দিলো?
আমি নিজে মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি; কৃষিকাজে আমার পূর্বপুরুষেরা নিয়োজিত ছিলেন, তবে আমি ছিলাম না কখনো। তাই বলে কৃষি এবং কৃষকের জীবনের প্রতি দরদ আপনার চেয়ে আমার কোন অংশে কম নেই বলে অনুমান করি।
দয়া করে পোস্ট না পড়ে প্রিজামশনের উপর ভর করে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করা থেকে বিরত থাকুন।

৯| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শাশ্বত জীবনের কথা ছোট্ট কাব্যে সুন্দর ফুটিয়ে তুলেছেন স্যার।

এক নম্বর প্রতিমন্তব্য ভালো হয়েছে।প্রতিটি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এক নয়। কাজেই ব্যক্তি বিশেষের দৃষ্টি ভঙ্গিতে পার্থক্য থাকবেই। দুঃখজনক যে এই সহজ সত্যটা কেউ কেউ না মেনে অহেতুক বিতর্কের সৃষ্টি করেন।

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: "শাশ্বত জীবনের কথা ছোট্ট কাব্যে সুন্দর ফুটিয়ে তুলেছেন" - অনেক ধন্যবাদ, কবিতার সার-সংক্ষেপ আপনি যেভাবে উপলব্ধি করেছেন, সেভাবে এখানে উপস্থাপন করার জন্য।

১০| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



৯ নং মন্তব্যকারী আমার রেফারেন্স টেনেছেন! বাংলাদেশের লোকজন কলকাতার মতো তেলের ব্যবসা করেন না।

১১| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৪

সোহানী বলেছেন: চলার নামইতো জীবন, শত বাঁধা পিছনে ফেলার নামইতো জীবন, দু:খ কষ্ট পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার নামইতো জীবন.................. জীববোধের কবিতায় ভালোলাগা।

মেয়েকে পড়তে বল্লাম আপনার এ কবিতা। কিছু শব্দ ছাড়া ভালোই পড়েছে ও অর্থ বুঝেছে ;) । ওকে বাংলা পড়তে প্রাকটিস করাই মাঝে মাঝে। এ ইংলিশ পরিবেশে বাংলা বলা একটাও মানুষ খুজেঁ পাওয়া যায় না।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১

খায়রুল আহসান বলেছেন: "চলার নামইতো জীবন, শত বাঁধা পিছনে ফেলার নামইতো জীবন, দু:খ কষ্ট পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার নামইতো জীবন" - জীবনের তিনটে ব্যাখ্যাই সুন্দর করে বলেছেন। অনেক ধন্যবাদ।
আপনার ছেলেমেয়েদেরকে বাংলা বলায়/পড়ায় অভ্যস্ত রাখার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। একদিন হয়তো ওরা আরও ভুলে যাবে, তবে যতটুকু মনে গেঁথে থাকে, ততটুকুই কাজে দেবে দেশ ও দেশের মানুষ এবং সংস্কৃতিকে জানতে।

১২| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৫

মিরোরডডল বলেছেন:




যে কোন ভালোলাগার প্রতি মানুষের অতৃপ্তি থাকে ।
যদি আরেকটু সময় পেতাম ।
সবচেয়ে ভালোলাগার হচ্ছে জীবন ।
এমন কোন প্রাণী নেই যে তার জীবনকে ভালোবাসে না ।
আর তাই একজন মানুষ যে ১০০ বছর বা তারও বেশি বাঁচে, তার কাছেও মনে হয়, জীবন অতি ক্ষুদ্র, সময় কি দ্রুত চলে গেলো !

বৈচিত্র্যময় বলেই জীবনের প্রতি মানুষের এতো আকর্ষণ ।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: মোট ছয়টা বাক্য লিখেছেন। প্রতিটাই অর্থবহ এবং নিরেট সত্য।
অত্যন্ত সুবিবেচিত, দার্শনিক মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: ১০ নং কমেন্টের পরিপ্রেক্ষিতে আবার আসা। বাংলাদেশ বাংলাদেশ বলে এতো ভালোবাসা অন্তপ্রাণের নমুনা হিসেবে কিছু দুঃস্থ অসহায়দের মানুষকে সাহায্য করার কোন ছবি বা অথেনটিক কোনো প্রমাণ যদি ব্লগে শেয়ার করতে পারেন তাহলে আপনার মুক্তিযোদ্ধার দাবি সহ স্বদেশ প্রেমকে খাঁটি বলে মেনে নেবো। ব্যক্তিগতভাবে আপনাকে আবার শ্রদ্ধার আসনে বসাবো। অন্যথায় নয়।
পাশাপাশি আমাকে যথার্থ তেলের ব্যবসায়ী হিসেবে আবারো সার্টিফিকেট দেওয়ার আনন্দ পেলাম। অন্তঃ দেশীয় তেল সরবরাহে আপনার সঙ্গে আমার ব্যবসা ব্লগে প্রকাশ্যে আনার জন্য আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না।।জানেন তো আপনার মতো কতিপয় ব্যক্তিকে ভেজাল তেল সরবরাহ করে দুটো পয়সা করে এখনও দেশে টিকে আছি।আর আপনি তো সেই ভেজালে আরো ভেজাল মিশিয়ে ধরা খাওয়ার ভয়ে সেই যে বিদেশে পালিয়ে গিছেন আর এদেশে ফেরার নাম গন্ধ পর্যন্ত করছেন না। :)


১৪| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর উপলব্ধি
মাশাআল্লাহ ভালো লাগলো
ভালো থাকুন

২১ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। প্রশংসা এবং প্লাসে প্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৫| ১৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: কতিপয় মানুষের বেহায়াপণা/বখাটেপণাও জীবন চরিত! ঘাটেঘাটে ফুটবলের মতো লাত্থি-গুতা খেয়েও বাঁদরামী আর ছাগল-কুকুরের মতো যত্রতত্র মুখ দেওয়ার স্বভাব যায়না!

১৬| ১৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: আমার কাছে জীবন এক বহমান নদী, ঝর্ণার গান দিয়ে শুরু আর শত প্রতিবন্ধকতা পেরিয়ে সুবিশাল সমুদ্রে মিলিয়ে যাওয়ার মধ্যেই যার আপাততঃ সমাপ্তি।

২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: জীবন নিয়ে আপনার উপলব্ধি খুব সুন্দর! সঠিক বিশ্লেষণ।
চমৎকার মন্তব্য এবং পোস্টে প্লাস দিয়ে উৎসাহিত করে গেলেন, এজন্য অশেষ ধন্যবাদ।

১৭| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: কখনো কখনো তো মনে হয় জীবন অনেক লম্বা !!!
তবে সেই আপনার ভাবনাই জীবন ফুরিয়েই যায় প্রতিনিয়ত।

২১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: "জীবন ফুরিয়েই যায় প্রতিনিয়ত" - অমোঘ সত্য!
আপনার মন্তব্য এবং 'লাইক' নিরন্তর প্রেরণা যুগিয়ে যায়।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা....

১৮| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৪

অনন্ত হৃদয় বলেছেন: খুব সুন্দর !

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৯| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি জীবন টা অনেক ছোট।

২২ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২০| ০৯ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৮

করুণাধারা বলেছেন: আজকাল প্রতিদিন শেষে মনে হয় 'ছায়া ঘনাইল বনে'... জীবন থেকে আরেকটি দিন চলে গেল।

আপনার উপলব্ধি গভীর ভাবনা থেকে উদ্ভূত। কোন সুদূরের ম্যরিয়্ট ওয়াটার্সের ঝর্ণার দ্রুত ধাবমান সলিল স্রোতের সাথে আমাদের জীবনের কী ভীষণ মিল! বার বার আসে বাঁধা, কঠিন শিলার আঘাত, তবু জীবন এগিয়ে চলে।

চলার নাম জীবন, থামার নাম যতি।
জন্ম থেকে জীবন শুরু, জীবন ক্ষুদ্র অতি।

হায়!! এই কথা বুঝতেই জীবন পার! চমৎকার দুটি পংক্তি।

১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৪

খায়রুল আহসান বলেছেন: বেশ কিছুদিন পর আপনাকে ব্লগে দেখতে পেয়ে প্রীত হ'লাম। আর কবিতায় পেয়ে, কবিতা পাঠের পর মন্তব্যে দেয়া আপনার অনুভবের কথা জানতে পেরে অনুপ্রাণিত হ'লাম। এমন সুন্দর একটা কাব্যিক লাইন দিয়ে শুরু করে লেখা মন্তব্যের প্রতিটি কথাতেই আমি আপন ভাবনার ছায়া দেখতে পেলাম।
কবিতার প্রশংসা এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
লেখায় ফিরে আসুন, ব্লগে প্রকাশ করুন, আমরাও আপনার সাম্প্রতিক ভাবনাগুলোর সাথে পরিচিত হই, একাত্ম হই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.