নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

কাল সারা রাত আকাশ কেঁদেছিল

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৩


কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত.... ..... .....
মেঘে মেঘে ঢেকে গিয়েছিল আকাশ
বজ্র বিদ্যুৎ গর্জনে চম্‌কে চম্‌কে উঠেছিল বারে বার
ঘু্র্ণি হাওয়ার ঝাপটায় এলো মেলো বিপর্যস্ত হৃদয়
দু'চোখ বেয়ে লোনা জল ঝরেছিল সারা রাত
কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত.... .... ...


এমন করে কাল আকাশ কেঁদেছিল-
কেঁদেছিল নিরবে নির্জনে নিশীথের অন্ধকারে
রক্তের হৃদয়ের উত্তরসূরী শিশুদের পাণে চেয়ে
অবোধ শিশুর মতোন;
তীর বিদ্ধ পাখীর ছট্‌ফট্‌ যন্ত্রনা
রক্তাক্ত বিপর্যস্ত কুসুম ভাঙ্গা হৃদয়
বেদনার ভারে দু'চোখ বেয়ে ঝরেছিল লোনা বৃষ্টি
শ্রাবনের বারিধারা - অঝোর- সারা রাত
কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত... ... ...


সৃষ্টিরতো স্বভাব উৎস মূলে ফেরা
রক্তের ধারা কি আসিবে না একদিন
হৃদযের অলিন্দে রক্তপিন্ডে ফিরে ?
আসিবে কি ফিরে ?
একদিন নিশ্চয় আসিবে
আকাশ বুঝি কাঁদে সেই - সে দিনের
অনেক অনেক দুর দেশ ভ্রমন শেষে
ঘরে ফেরা ক্লান্ত পাখীর পথ চেয়ে প্রতিক্ষায় ।


কাল সারা রাত আকাশ কেঁদেছিল
সারা রাত... ... ...
সূ্র্যের-চন্দ্রের পথ চেয়ে
গভীর গভীর মমতায় ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো কবিতা।

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

এম এ কাশেম বলেছেন:
বাহ!

প্রথম চেষ্টায় ভাল করে ফেললাম?
অনেক অনেক ধন্যবাধ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

অপ্রচলিত বলেছেন: বাহ আপনার প্রথম কবিতা নিশ্চয়? বেশ ভালো লাগল।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

এম এ কাশেম বলেছেন: প্রথম ঠিক নয়,
তবে প্রথম দিককার কবিতা,
অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি পড়ে গেলাম, মুগ্ধ হ'লাম। প্রকাশিত হবার আট বছর পরে এসে এ কবিতায় প্রথম 'প্লাস'টি আমিই রেখে গেলাম।

দ্বিতীয় স্তবকের পঞ্চম লাইনের প্রথম শব্দটি বোধহয় 'তীর' নয়, 'তির' হবে।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটা আপনার মেয়ের বিয়ে উপলক্ষে দেয়া আপনার "ওয়েডিং লেকচার" ছিল, এটা জেনে আরও মুগ্ধ হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.