নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঈদ

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৩





মেঘ-মালা রচে আকাশে ওই আলোর ফাঁদ

দেখো দেখো দেখো তারি মাঝে চাঁদ,

ঐ দেখো এক ফালি ঈদের বাকা চাঁদ

চারিদিকে ভেঙ্গেছে আজি খুশির সকল বাঁধ

ত্রিশ দিবস রজনী কঠোর সিয়াম সাধনা শেষে

ঐ দেখোরে নেয়ামতে-মেওয়া সাঝেঁর আকাশে

পাখী ডাকে ফুল ফোটে প্রজাপতি নাচে

কি যে সুর বাজে আজ বনে বাদাড়ে বাতাসে

হৃদয় উঠেছে নাচি আজি আনন্দ উল্লাসে

ঐ দেখো এক ফালি চাঁদ মেঘের ফাঁকে আকাশে;





দেশে দেশে আজ পড়ে গেছে সারা

ছেলে-বুড়ো সবে আনন্দে আত্নহারা

শিশুদের মুখে ফুটে হাসির ফোয়ারা

সাজ্‌ সাজ্‌ রবে সকলি মাতোয়ারা

দুঃখ-ব্যথা-বেদনা-অভিমান ভুলে

ঘরে ঘরে আনন্দে মেতেছে সকলে

মেতেছে সকলি আজি সুখ সঙ্গীতে

সকল দুঃখ বেদনা অভাব করে মিথ্যে

ধনী গরীব সাদা কালো আমির ভৃত্যে

লুঠিয়ে পড়ে সেজদায় সবে কৃতগ্ঘ চিত্তে

যাঁহার ক্ষমা ও রহমত সদা আমাদের তরে

মহান সেই আল্লাহর কুদরতি আরশের 'পরে ।



ক্রমশ........













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.