নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

জলেতে জল নাচে আহা

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৭





হিম শীত শেষে আসিব আমি ওগো ফিরে যখন বসন্ত বাতাসে

মঞ্জুরিত কুঞ্জে সবুজ সলাজ পল্লবে হলুদ পুষ্পে নীল প্রজাপতি হয়ে

নেচে নেচে উড়ে গুণ গুণ করে সুললিত সুরে আপন মনে গেয়ে

রক্ত জবা দেবো গুঁজে মেঘ-কালো-মেঘের গম্ভুজে এলো-কেশে;

কৈশোরের স্বপ্ন-রাজ্য পেরিয়ে তুমি যৌবনের সোনালী প্রান্তে এলে

ফুলেশ্বরী পুষ্পা ওগো - বসন্তের এই মায়াবী রাতে নিলে যে কেড়ে

মধুর সব স্বপ্ন-ঘুম; রক্তের লাল-নীল কণা শিরা -উপশিরা ঘুরে

হৃদয়ে লাল পদ্ম হয়ে ফোঁটে; দেবো তোমারই দু-হাতে তোলে;





চোখের পলকে তবে নিটোল নাচের মূদ্রার ঝড় তোলে ভালবেসে

লুকোবে কি মোর হিয়ার মাঝে? সোহাগে শৃঙ্গারে ওগো চুমে অধঁরে

মরা গাঙ্গ ভাসে যদি জল-তরঙ্গে-জোয়ারে, চরম পুলকে শীৎকারে

রক্তের অন্দরে তুমুল তুফান তোলে আহা জলেতে জলের নাচন শেষে

বলিবে কি হেসে - খুন করো মোরে সংগোপনে ওগো আরেকবার -

শতবার; খুন করে লুঠো মোর সযত্নে সজ্জিত সকল ঐশ্বর্য সম্ভার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

এহসান সাবির বলেছেন: বেশ...!!

১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭

এম এ কাশেম বলেছেন: ????????????????

মনে হয় চট্টগ্রাম-কক্সবাজার-সেন্টমার্টন
আপনার আসা যাওয়া আসা ভ্রমন
বেশ তো আপনার এই হালকা বিচরণ
আবার আসবেন -ভাল থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.