নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

দুঃখিনী মা আমার

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৮

দুঃখিনী মা আমার

বিপদগ্রস্তা মা আমার

আজ বড় অসহায়

সত্যি অসহায়

হতভাগিনী মা আমার!



মায়ের জটরে জন্মে , স্তন সূধা পিয়ে

কোলে পিঠে সোঁদা মাঠিতে হেসে খেলে

বড় হয়ে, আজ অমানুষের মতো

কু-সন্তান বেয়াদব কিছু

মাতৃ-ভক্তির ছলে

আমার মায়ের ইজ্জত- আব্রু নিলামে তোলে

গঙ্গার ওপাড়ে - বেহায়ার হাটে;



আমরা ও যেন আজ কেমন হয়ে গেছি

বোকা-সোকা আলা-ভোলা সুবিধাবাদী

দেখে ও দেখি না

শুনে ও শুনি না

বুঝে ও বুঝি না -

সেজেছি সবাই বুদ্ধি প্রতিবন্ধী

পিঠ বাঁচানোর কিংবা

আখের গোছানোর - সহজ তরিকা ;



লোভের ফাঁদে আটকে গেছে কিছু ভন্ড, কিছু অন্ধ

কিছু সাংবাদিক, সাহিত্যিক,কবি ও বুদ্ধিজীবি

আর কিছু নষ্ট রাম বাম পা ছাটা ছাটার দল

চিহ্নিত সকল বদমাইশ রাজনীতির বেপারী

আর কিছু বেশ্যার প্রেমিক ,

নকল হিরের নোলক সেধে

মায়ের প্রিয় অতি সোনার নোলক কেড়ে

কু-সন্তান সব মীর জাফরের দলে ভিড়ে

সওদা করে ফেরে আর্ন্তজাতিক বিশ্ব (বেশ্যা) বাজারে

যেখানে একবার সূর্য ডুবেছিল পলাশীর প্রান্তরে

অথবা পাশের নদীর ঘাটে- যেথা

ব্যবসা শেষে বেশ্যারা পাপ ধূতে গঙ্গায় ডোবে।



দূঃখিনী মা আমার

হতভাগিনী মা আমার

বিষাদগ্রস্তা মা আমার

আজ সত্যি বড় অসহায়

লোভী ভন্ড অসভ্য সেই সব

কু-সন্তানের হাতে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৫

এহসান সাবির বলেছেন: ভালো কবিতা।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

এম এ কাশেম বলেছেন:

চেষ্টা করছি,
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.