নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত দুপুরে

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

অবশেষে বিবর্ণ লজ্জার আর্গল ভেঙ্গে কাছে এলে

শিয়রে ছড়ানো এলোমেলো ফুল-কুঁড়ি পাপঁড়ি মেলে

হেসে বলে - মৌমাছির গানে আদরে সোহাগে শৃঙ্গারে

জীবন তবে সুখদ শিৎকারে মধুময় মৌচাক কুঠিরে;

তবু সংশয়, উদ্বেগ লজ্জার ও অধিক উৎকণ্ঠায় জড়োসরো

উৎসুক পুস্প-কুঁড়ি উন্মুখ শিহরনে কাঁপে থরো-থরো

সতর্ক হরিণী আনত বদন ভীরু আঁখি লাজুক চাহনি

বরাবয় মধুময় হাসির প্রশ্রয় প্রথম হৃদয় জানাজানি ।



সবুজ পাহাড় ধুসর প্রান্তর পার হয়ে ক্লান্ত দুপুরে এসে

যৌবনে মধু সম্ভোগে সম্ভারে পূর্ণ শ্রান্ত রুপসী লজ্জাবতী

কল কল, ছল ছল, টল মল, ঝল মল পায় অলস গতি

কাম-জলে ঢেউ তোলে শিক্ত হৃদয় দোলে উৎসুক উল্লাসে

পুস্প-পরশে-ছলে এলোকেশী লজ্জাবতী লুঠিয়ে পড়লে বুকে

পাগলের মত চুমে রাঙা অধঁরে দিয়েছিনু ভালবাসা এঁকে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা ভাই। ভালোলাগা..!

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

এম এ কাশেম বলেছেন: নিদারুন সংশয়ে লিখা .
তবু ভাল লেগে গেলো শুনে আশ্বস্ত হলামরে ভাই.....
ভাল থাকুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

এম এ কাশেম বলেছেন: ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১৩টি
মন্তব্য করেছেন: ১৪টি
মন্তব্য পেয়েছেন: ১৬টি
ব্লগ লিখেছেন: ১ মাস ১ সপ্তাহ
ব্লগটি মোট ৪৪৭ বার দেখা হয়েছে ।

এখন ও নাকি আমি সাধারণ সৈনিক,
জেনারেল হতে কত বছর লাগে কি জানি
আর মেজর জেনারেল তো কল্পনায় করছি না।

থাক, এই সব প্যাচাল,

ভাল থাকেন

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: আমি জানি না এমন কেন হয়, মডুরা জানে। আশা করি দ্রুতো জেনারেল হয়ে যাবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

এম এ কাশেম বলেছেন: মডুরা মনে হয় দুধু খাচ্ছে..............।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

অপ্রচলিত বলেছেন: খুব সুন্দর। শেষ দুই লাইন সেই রকম হয়েছে। চালিয়ে যান, আপনার কবিতা লেখার হাত ভালো। অনেক শুভ কামনা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.