নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ম্যাকিয়াভেলীর লজ্জা

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

জননী আমার এখন প্রসব বেদনায় কাতরাচ্ছে
রক্তাক্ত যৌন ব-দ্বীপ
রক্তে ভেসে যা্য পদ্মা-মেঘনা-যমুনা
পিচ ঢালা কালো রাজপথ ,
আর খুনের নেশায়
শব ও রক্তের নেশায়
আকাশে উড়ার উন্মাদ আশায়
উন্মত্ত রাক্ষুসী শকুনীর সে কি মায়া কান্না!


ম্যাকিয়াভেলী ও লজ্জায় মাথা নত করে ভাবছে
পৃথিবীতে যদি একবার ফিরে যেতে পারি
তবে এই শকুনীর শিষ্য হবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

মনসুর-উল-হাকিম বলেছেন: রাজনীতির নামে বর্তমান বাংলাদেশে যা হচ্ছে তা আসলে কিছু সন্ত্রাস-প্রিয় নষ্ট রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ বদ আমলাদের চক্রান্তমূলক ষড়যন্ত্র, এটা লুটপাট আর হিংসার রাজিনীতি, এর ভিতরে গন-মানুষের জন্য ইতিবাচক কিছু নেই| কারন হিসাবে বলা যায় যে - কোনো মানব সমাজ যদি দীর্ঘ দিন ধরে দরিদ্র, অশিক্ষিত, যথাযথ কর্ম-সংস্থানহীন, নৈতিক অবক্ষয়-এর মধ্যে থাকে তবে সেই সমাজ ধীরে ধীরে ধংসপ্রাপ্ত হয় - জাতি পরিনত হয় হতদরিদ্র, কুশিক্ষিত, লোভী আর দুর্নীতিপ্রিয় এক অসভ্য সমাজে। বাংলাদেশেও এই প্রক্রিয়ার প্রভাব যথেষ্ট ক্রিয়াশীল। এই অবস্থায় "কল্যণমূখী গণতন্ত্র" তার স্বাভাবিক কার্যকারিতা হারায়, শাষন ব্যবস্থা পরিনত হয় সন্ত্রাসপ্রিয় নষ্ট কু-রাজনীতিবিদদের হাতিয়ারে। ফলে,
বর্তমান বাংলাদেশের রাজনীতি =সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদ +দুর্নীতিবাজ আমলা + লোভী ব্যবসায়ী +অনৈতিক শিক্ষক +কুশিক্ষিত লোভী বৃহৎ জনগোষ্ঠি + নির্যাতিত অসহায় ক্ষুদ্র জনগোষ্ঠি।
সুতরাং দেশের উপর রাজনৈতিক ধর্ষন চলতেই থাকবে, যতদিন না সংশ্লিষ্টজনদের নৈতিক উন্নয়ন ও সৎ-দেশপ্রেম উদয় হয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

এম এ কাশেম বলেছেন: লেখক বলেছেন: দারূণ মন্তব্য
জওয়াব দেবার কোন ভাষায় আমার নেই,
শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি - এই রাক্ষুসীর হাত হতে যেন আমাদের কে হেফাজত করেন।

আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: গোয়েবলসকেইবা বাদ দিলেন কেন!

বছরের পর বছর মিথ্যাকে এক প্রায় শিল্পে নিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। তার শিস্যত্ব না নিলৈ গোয়েবলসেও যে কষ্ট পাবে!

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

এম এ কাশেম বলেছেন: তাই তো ভাই, গোয়েবলস ও সম্ভাবত লজ্জায় অবনত,

অন্য কিছুতে না হোক , গোয়েবলস ও এ ক্ষেত্র হার মেনে গেছে, মিথ্যা শিল্প উন্নয়নে তিনি সত্যি বিশ্বে অদ্বিতীয়া, আর হবেন নাই বা কেন, কত গুলো ডি---গ্রী.............

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.