নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রাক্ষুসে ক্ষিধে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

সোনার ডিম পাড়া অমূল্য রাজ হাঁস
উন্মাদের মত সেদিন হায়
রাজপথে করেছ জবাই
রয়েছ এখন বুঝি ভোজের অপেক্ষায় ?


ছলনার দূ-ধারী তলোয়ারে কেঠে-কুঠে
কপট কুটনীতির কলের জলে ধূয়ে
মানুষের রক্তের সুগন্ধি মসল্লায় মেখে
অহংকারের পিয়াজ-রসূন-আদা দিও যথা পরিমাণে
রাজনৈতিক ভন্ডামির হলুদ-মরিচ তো জানি দেবে
কৃষক-শ্রমিকের ঘামের নুন দিতে যেও না ভুলে
ঝোল দিও পুত্রহারা জননীর চোখের জলে
বিধবার শাপে সন্তাপে,
এতিমের ক্ষুব্ধ নিঃশ্বাসের জ্বলন্ত উনুনে
লোভের গরম গরম তেলে ভেজে
এবং প্রতিহিংসার আগুনেতে রেঁধে
বসন্তের এক পড়ন্ত বিকেলে
যেও চলে শেরে বাংলা নগরে
আলো-আধাঁরীতে
সবুজ চত্বরে.......
সবুজ ঘাসের 'পরে বসে
রথী-মহারথী সবে
মচ্‌ মচে চিপস্‌ হাতে
চুক্‌ চুকে চুমে
হুইস্কির বোতলে ফেনা তোলে
রাজার মত গরম গরম ভূনা মাংস খাবে
মানুষের মাংসের-রক্তের স্বাদ নেবে ;


আহা-
তোমাদের যে এমনই রাক্ষুসে ক্ষিধে.......

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সাদা আকাশ বলেছেন: আহা-
তোমাদের যে এমনই রাক্ষুসে ক্ষিধে.......[/sb


চমৎকার লিখেছেন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সাদা আকাশ বলেছেন: আহা-
তোমাদের যে এমনই রাক্ষুসে ক্ষিধে.......



চমৎকার লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ, তাহাদের ক্ষিধের কোন শেষ নেই,

তাইতো জ্বলছে স্বদেশ, পুড়ছে মানুষ,
তারাই শুধু ধরা ছোঁয়ার বাইরে,

আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.