নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

নিত্য ভালবাসা দিবস তোমার আমার

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩১

আজ নাকি আহা একটু ভালবাসার কাঙ্গাল

কপোত কপোতী সকল এক যোগে

বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে মাতবে,

বৎসরে ৩৬৪ দিন কেঠেছে যাদের ভালবাসাবিহীন ,

একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন

আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,

আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে

করবে নানা রঙ বেরঙের ফুল, দামী উপহার আর

তার সাথে হৃদয়ে থেকে হৃদয়ে ভালবাসা বিনিময়,

পরম যতনে আজ রাতে দামী রেস্তোরায় খাবে ,

ঠোঁটে ঠোঁট রেখে পরম আদরে চুমুবে পরস্পরে

হাতে হাত রেখে তারা আজ কোমর দোলিয়ে নাচবে

হুইস্কির পেয়ালায় চুক চুক চুমুতে কণ্ঠ ভেজাবে

মাতাল হবে, আজ রাতে মাতালের মত ভালবাসবে;

রাত শেষে যে যার শূন্য ঘরে ফিরে যাবে সেই তিমিরে,

তারপর বাকি ৩৬৪ দিন বেখবর কপোত কপোতী;

আবার হৃদয়ে হাহাকার

আবার কাতর কান্না

আবার বিরহ বেদনা - শূন্য বিছানা

আবার ও আপেক্ষা ৩৬৪ দিন

কখন বিশ্ব ভালবাসা দিবস আসবে

কখন একটি রাত পরস্পরে কাছে পাবে

একটু ভালবাসা সোহাগে আদরে মাতবে।



আর এই অধম কিনা বৎসরে ৩৬৫ দিন

তোমার সোহাগী আঁচলের সোনালী শিকলে বন্ধনে

আদরে আহ্লাদে চুমুতে সোহাগে বুকে নিয়ে তোমায়

সোহাগের বিছানায় জড়াজড়ি করে ঘুমায়,

তবু ও তোমার নিত্য মান অভিমান খুন-সুটি

ভালবাসার কমতি কেন তার নিত্য অভিযোগে

কান জ্বালাপালা, তবু ও তোমায় ভাল লাগা,

আর ও অনেক বেশী বেশী ভালবাসা পেতে

তোমার মনেতে কত আকুল আকুতি

নয়নের কোণে কাতর জলের ধারা

আমাকে বিচলিত করে প্রতিটি নিশ্বাসে ;



তাই তো ভালবেসে তোমাকে

তুষ্ট রাখার নিত্য প্রচেষ্টা আমার অবিরত,

প্রতিটি মুহুর্ত

প্রতিটি দিন

বৎসরে ৩৬৫ দিনই তো

তোমার আমার একান্ত নিত্য ভালবাসা দিবস।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১২

পাঠক১৯৭১ বলেছেন: তাই তো ভালবেসে তোমাকে
তুষ্ট রাখার নিত্য প্রচেষ্টা আমার অবিরত,
প্রতিটি মুহুর্ত
প্রতিটি দিন
বৎসরে ৩৬৫ দিনই তো "


-আমি কোন ভালোবাসা দেখছি না: 'তুস্ট' রাখার দরকার হওয়া মানে ভালোবাসা নেই!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭

এম এ কাশেম বলেছেন: দৃষ্টিভঙ্গির পার্থক্যগত কারণে তুষ্টের অর্থ ভিন্ন করলে এই রকমই দেখা যায়,

ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হু ১ দিনের ভালবাসা । ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

এম এ কাশেম বলেছেন:

তাই তো মনে হয় ভাই
পরে আর কোন খবর নাই
ঘটা করে তাই করে পালন
টানা ছেঁড়া ভালবাসা জীবন;

ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.