নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

নিবেদন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৩

মন যেন আহা দ্রুতগামী বখতিয়ারের ঘোড়া

নগর ফটকে বিজিতের হাতে ফুলের তোড়া

"কবুল কবুল" বলি নিঃসংকোচে বিজয়ী মহা বীর

বিজয় উল্লাসে ছিলাম সে দিন গৌরবে অধীর

হাত বাড়াতেই ঝাপিয়ে পড়লে বুকে

মধুর পরাজয়ের সোহাগী স্বপ্ন সুখে

হাসি ফুটে লাজে, সাজে রাঙা মুখে

জীবনের দেয়ালে বিজয়ের আলপনা এঁকে;

কখন কি জানি কি ভাবে আমারই অজান্তে

রাজ্যের দখল চলে যায় ঠিক তোমারই হাতে,

জেনে না জেনে

কি জানি কি ভাবে

হাত বদল হয়ে যায়

মোর মহা গৌরবের বিজয় পাতাকা,

তোমার মনের কারাগারে হায়

বন্দী অবশেষে আজ আমি নির্জনে একা,

তবু তো জীবন কেটে যায় মহা সুখে

তোমারই সোনার হাতে রূপোর চাবি রেখে

এ ভাবে জীবন যেন যায় চলে পৃথিবীর মহাকালে

সুখের কারাগারে প্রিয়া তোমার মনের অন্তরালে।।





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

মুহাম্মদ তৌহিদ বলেছেন: ভালো লাগলো। প্রিয়তে নিলাম। বছর পাঁচেক আগে নিবেদন নামে একটি সনেট লিখছিলাম। আজকে হঠাৎ মনে পড়ল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

এম এ কাশেম বলেছেন: ৫ বছর আগে সনেট লিখেছেন?
দারূন তো,
পড়তে পারলে বেশ ভাল লাগতো,
ব্লগে দেন, নিশ্চ পড়বো,

অনেক ধন্যবাদ কবি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

মুহাম্মদ তৌহিদ বলেছেন: পদচিহ্ন নামের একটি সনেট পিসিতে টাইপ করা ছিল। আজকে সেটিই দিলাম। এটি আট বছর আগে লিখা। দেখে আসার আমন্ত্রন রইল। আসলে অফিসে বসে ব্লগিং করা দুষ্কর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

এম এ কাশেম বলেছেন: অবশ্যই দেখবো..................

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

বোকামন বলেছেন:
কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

এম এ কাশেম বলেছেন:

ভাল লেগেছে জেনে খুশী হলাম
অনেক ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

রাসেলহাসান বলেছেন: চমৎকার!! +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ সহ শুভেচ্ছা।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কেমনে লিখেন এত ভালো? প্রিয় তে নিয়া নিলাম। শিখার আছে অনেক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

এম এ কাশেম বলেছেন: ভালো কি হয়েছে সত্যি?
হলে তো ভাল কথা
কিন্তু আমার সে তো কিছু বলে না।

অনেক শুভেচ্ছা রু...........

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: তারা তো দেবী তারা কিছু বলবে না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ, তাই তো
দেবীর চরণ তলে হৃদয় অর্ঘ্য
তবু দেবী কখনও তুষ্ট
আবার কখন ও রুষ্ট,

আবার ও শুভেচ্ছা রু..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.