নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঝুল চাঁদ ঝুলে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬





পূর্ণিমার চাঁদ

দেখেছি গো আজ রাতে

অনিন্দ্য সুন্দর প্রিয় আকাশে ,

ঝুল চাঁদ ঝুলে

পাশাপাশি দু'টো

এক সাথে এক আকাশে ,

অদৃশ্য আলোক ছটা

কাছে টানে

রহস্য যাদুতে,

আকর্ষণে শিহরে

স্বদৃশ্য স্বরূপে

স্বপনে কাতরায় ,

কামের কাননে

গড়াগড়ি যায়

সোহাগের বিছানায় ;





পূর্ণিমার ঝুল চাঁদ ঝুলে

মোর প্রিয় আকাশে

অপলক চেয়ে থাকি

মুগ্ধ দৃষ্টিতে ;

কেমন করে ফেরাবো গো দৃষ্টি বলো

আহ্লাদী জোনাকীর আলো ঝলোমলো

অপরূপ পূর্ণিমার রূপালী রাতে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

রাসেলহাসান বলেছেন: ভালো লিখেছেন। শুভ কামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ ভাই,

আপনাকে ও শুভ কামনা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

বেলা শেষে বলেছেন: কেমন করে ফেরাবো গো দৃষ্টি বলো
আহ্লাদী জোনাকীর আলো ঝলোমলো
অপরূপ পূর্ণিমার রূপালী রাতে?
i like it , good Poem....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

এম এ কাশেম বলেছেন:
পছন্দ করার জন্য ধন্যবাদ,

শুভ কামনা।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন:

"আকর্ষণে শিহরে
স্বদৃশ্য স্বরূপে
স্বপনে কাতরায় ,
কামের কাননে
গড়াগড়ি যায়
সোহাগের বিছানায় ; "

আমার মনের কথা কিভাবে জানলেন ভাইজান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

এম এ কাশেম বলেছেন: তোমারই কবিতায়,
অকপটে গিয়েছিলে বলে
মনের সোহাগী কথায়
কাব্যিক চেতনার ছলে;

ধন্যবাদ রু...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.