নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

দুধ বেচে

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

দুধ বেচে আজ

কি কিনবে গো বেপারীর পো

মদ, গাঁজা আফিম গুল

মধু কিংবা ফুল ?

বউয়ের জন্য বেনারসী

আর এক জোড়া স্বর্ণের দুল

মায়ের জন্য পান সুপারী,

ছেলেদের বই খাতা

খুকীর জন্যে

পা রাঙার

এক শিশি আলতা ;

আর যদি বাচে

দু’টো পয়সা দিও তারে

দেখেছো তো রাস্তার মোড়ে

বটের ছায়ায় বসে আছে যে

দুনিয়ার রূপ রস আনন্দ বঞ্চিত আহা

বেচারা জন্মান্ধ অসহায় ভিখারী ;





নাকি লাভের পয়সা হুল ফুটালে গায়ে

যাবে একটু ডানে কিংবা বায়ে ,

উড়ু উড়ু উড়াল মনে

পয়সা উড়িয়ে

উড়বে আকাশে

নারী আর মাদকে

আহ্লাদী মনের ফুর্তি কুড়োতে ;





যাবে কি ওই ও পাড়ায়

ওই রূপজীবির ঘরে

ওই যে ঐ মেয়েটি

রূপসীর কাছে

দুঃখনীর দুঃখ কিনতে ,

সুখের খদ্দের হয়ে

রূপসীর রূপার চরণে

সোনার মোহর ফেলে

দুঃখ ঢেলে সুখ কুড়োতে ?





যাবে নাকি – বেপারীর পো

নারী আর মাদকে

লাভের মোহরে সুখ কিনে

কলন্ক কুড়োতে ;







যাবে নাকি -

ও পাড়ায়

ঐ ঘরে

রূপসীর কাছে ?



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা।

সত্যিই চমৎকার।

ভালোলাগা।

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

এম এ কাশেম বলেছেন: আপনার উৎসাহে নিজের উপর বিশ্বাস ফিরে পায়
অনেক ধন্যবাদ এহসান ভাই।

২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চালিয়ে যান।


সত্যি সত্যিই চমৎকার হয়েছে।





ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

এম এ কাশেম বলেছেন: আপনাদের সাহস পেলে চালিয়ে যাব,

ধন্যবাদ ভাই।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:১৮

রাসেলহাসান বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা পড়লাম!
মুগ্ধ হয়ে গেলাম।।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

এম এ কাশেম বলেছেন:

ধন্যবাদ রাসেল হাসান,
অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.