নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতা

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

সূর্য ডুবে গেলে পর পৃথিবীর বুকে আঁধার নামে

স্বপ্ন পুরুষের বিরহে বুকে জাগে অনন্ত বেদনা

আকাশের গায়ে বিরহ বিষের যন্ত্রণা - আদিগন্ত নীল

দ্বাদশী চাঁদের একা একা বুকফাটা নীরব নিথর কান্না

জ্বলে জ্বলে গলে জ্যোৎস্নার আলো অথৈই জলে

সোঁদা মটির গন্ধে মমতায় ঝরে সবুজ ঝোপে

বারে বারে জোনাকীরা জ্বলে নেভে কি যেন খোঁজে,

নিঃশব্দ শিশিরের অব্যক্ত বেদনা বুঝে শুধু

হেমন্তের অলস বিকেলে ঝরা বিবর্ণ হলুদ পাতা

আর বুঝে ঘুটে কুড়ানি ঐ গাঁয়ের উদাসী বধূ

একে একে হায় ষাট বসন্ত পার করে যে গুণে গুণে

মনের মানুষ মাঠির ঘরে পথ চেয়ে আছে জেনে

হেমন্তের বিকেলের সাথে করে জীবনের বোঝা পড়া,

আঁচল ভরে কুড়িয়ে নেয় দু' চারটি হলুদ পাতা

কি জানি কেন দুখু পাখী হু হু করে আত্মার ভেতর

সুখ স্মৃতি রোমন্থনে কেঁদে উঠে শিশিরের শব্দের সাথে;

বসন্ত বিকেলের সহস্র স্বর্ণালী সুখ স্মৃতি আজ আহা

হেমন্তের বিকেলে যেন ঝরা বিবর্ণ হলুদ পাতা

দিনের শেষে এলো মেলো অলস হাওয়াই দোলে

হলুদ সোনার মতন সোঁধা মাটির গন্ধে সোহাগে ঝরে

হাসায় কাঁদায় কত শত সুখ-স্মৃতি দুঃখ-গাঁথা

কত যে আহা রাগ অনুরাগ অভিমান আনন্দ বেদনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লাগলো লিখাটি... সময়করে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে আশাকরি...


শুভকামনা...

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

এম এ কাশেম বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশী হলাম,
আর ও পড়ার আমন্ত্রণ রইলো,
আশা করি ভাল লাগবে,

ধন্যবাদ প্রিয় পাঠক,
ভাল থাকুন।

২| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৫

এহসান সাবির বলেছেন: স্বপ্ন পুরুষের বিরহে বুকে জাগে অনন্ত বেদনা
আকাশের গায়ে বিরহ বিষের যন্ত্রনা............


শুভ সকাল।

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৭

এম এ কাশেম বলেছেন: শুভ সকাল,
ধন্যবাদ এহসান ভাই,
আপনার সকাল আমার কিন্তু রাত,
ভাল থাকুন।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:১১

রাসেলহাসান বলেছেন: সুন্দর! চমৎকার!

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

এম এ কাশেম বলেছেন:
প্রিয় পাঠক ,

আপনাকে অসংখ্য ধন্যবাদ,

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.