নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

চন্দ্র হাসি

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫




অব্যক্ত প্রেমের অঙ্কুর আহা
বেদনার কাঁটা হয়ে
ফুটে আছে হৃদয় গভীরে;
যায় না তো বলা
সইতে ও শত জ্বালা
তবু ও সয়ে যায় নিরবে নির্জনে একেলা,
দিনের পর দিন
তোমাকে দেখার পর প্রতিদিন,
বেদনার বেলা ভূমি
কেঠে যায় বেলা
আসে রাত নিদারুণ অবহেলা
দুঃখের জলা ভূমি চোরাবালি
স্বপ্নের অদৃশ্য অলিগলি
কোথায় পায় যে খুঁজি
বৈঠা বায় যে মন মাঝি
কোথায় পায় গো তারে খুঁজি?


সোনালী সূর্যের পরিমিত তাপে
পূর্ণিমার রূপালী রাতের চন্দ্র-সোহাগে
মাঠির আদরে জরায়ু গভীরে
সোনার অন্কুর যদি ফুটে ;
অথবা জোয়ার উঠে যদি নয়নের নদীতে
আর স্মীত হেসে প্রিয়া
একবার আহা চেয়ে দেখো ফিরে
আমার দিকে
বেদনার কাঁটাগুলো তবে
প্রেমের কাননে প্রিয়া
বসন্ত বাতাসে দোলে
হৃদয় তরুর ডালে
রঙিন পুস্প হয়ে
উঠবে না ফুঁটে ?
কিংবা-
রিম্‌ ঝিম্‌ বৃষ্টির ফোঁটা
সোহাগের তরল ধারা
টুপ্‌ টুপ্‌ করে
পড়বে না ঝড়ে
তোমার হৃদয়ের ‘পরে?


এসো প্রিয়া এসো মোর গরীব ঘরে
বিত্তের প্রাচুর্য নাই বা থাক
আছে প্রেম প্রাচুর্য শত এই অন্তরে
প্রেমের ঢালি ধান-দূর্বা-কূলা
ফুলে ফুলে গাঁথা প্রেমের মালা
চেয়ে আছি তব পথ পানে প্রিয়া
জনম জনম ধরে;
তোমার আগমনে প্রিয়া
মরা গাছে মরা ডালে
শত ফুল ফুটে
আধখানা ঠোঁটে
চাঁদ ভাঙ্গা ঢেউ উঠে
চাঁদ বনে চাঁদ পাখী
বাঁধ ভেঙ্গে তবে
মনের আনন্দে সোহাগের সুর তোলে
উঠবে না ডেকে
চাঁদের হাটে?


আসবে কি একবার প্রিয়া
পূর্ণিমার সোহাগী রাতে
নদীর রূপালী জলে
রমণীয় ঢেউ তোলে
নরম নরম চরণ ফেলে
সুন্দর পুরের সোনালী মাঠে
হালদার রূপালী ঘাটে?


আসবে কি প্রিয়া
একবার ওগো
ফুল ও পাখী যেমন পাশাপাশি
হৃদয় হৃদয়ের কাছাকাছি
আসবে কি প্রিয়া
একবার শুধু
একবার কাছাকাছি
ভালবাসা বাসি
প্রেমের সোহাগে যদি
আলতো করি
তোমার হাত দু’টো ধরি
বলি যদি ওগো-
আমি তোমায় ভালবাসি,
ফুটবে কি তবে চন্দ্রমূখী
চাঁদ মুখে তোমার
চন্দ্র হাসি?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯

দালাল০০৭০০৭ বলেছেন: nice

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

ডার্ক ম্যান বলেছেন: এত প্রেম কেমনে পান???

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

এম এ কাশেম বলেছেন:
ক্যান
বয়সে বয়সে প্রেম বাড়ে।

শুভ কামনা।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০

বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর!!

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২

এম এ কাশেম বলেছেন:
শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.