নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

আত্মহুতি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮





(১)



হত্যা কিংবা আত্ন হত্যা জানি - পাপ শুধু নয়

এ যে মহা পাপ, মহা আপরাধ - বিমূঢ় বিস্ময়

আলোর ঝলকানিতে অসহ্য যাতনা নিয়ে বুকে

বিপন্ন বিস্ময়ে এগিয়ে গেলে আহা মরনের দিকে।





(২)



মরন তো শুধু মরন নয় - মরনের ও আছে জ্বালা

নিজ হাতে নিজের টুঠি চেপে আত্নহুতির বিমূঢ় পালা

দেখতে হয় যদি আহা অসহায় দু'টি চোখ মেলে

কেন তবে তুমি আলোর পথে ডাক দিয়েছিলে?





(৩)



আলোর পথে ডাক দিয়ে আধাঁরের পথে নিলে বেচে

মরনের কাছে নিজের প্রান নিজেই দিলে যেচে,

শুনলে না কারো কথা

জানলে না কারো ব্যাথা

নিজের হাতে নিজের কবর নিজেই গেলে রচে।



=====================================

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগলো কথাগুলো, এম এ কাশেম।

মৃত্যু ! সত্যিই বিমূঢ় বিস্ময়

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু
শুভ কামনা।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

নাসরিন চৌধুরী বলেছেন: হুম ---আত্মহত্যা কি কেউ ইচ্ছাকৃতভাবে করে?
যাই হোক ---ভাল লাগা জানিয়ে গেলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

এম এ কাশেম বলেছেন: আত্মহত্যা মানেই তো স্বইচ্ছায় নিজকে নিজে হত্যা করা,
হয়তো পিছনে কোন কারন থাকতে পারে , তবে আত্নহত্যার জন্য কোন কারনই যথেষ্ট নয় প্রিয় কবি নাসরিন চৌধুরী,

তবু ও ভাল লেগেছে জেনে ধন্য হলাম।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

বাংলার পাই বলেছেন: আলোর পথে ডাক দিয়ে আধাঁরের পথে নিলে বেচে
মরনের কাছে নিজের প্রান নিজেই দিলে যেচে,
শুনলে না কারো কথা
জানলে না কারো ব্যাথা
নিজের হাতে নিজের কবর নিজেই গেলে রচে।-----------------------চমৎকার।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ বাংলার পাই

শুভেচ্ছা নেবেন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কথা মালা

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৫

বহ্নি শিখা বলেছেন: অসুন্দর, মৃত্যু পরাজয়
বড় অসহায় নির্দয়

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

এম এ কাশেম বলেছেন: মৃত্যু মানে পরাজয় নয়, জীবনের প[রিণতি,
তবে আত্মহত্যা মানে পরাজয়, জীবন থেকে ব্যর্থ পালায়ন,

শুভ কামনা।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৪

লীন প্রহেলিকা বলেছেন: ছন্দ মিলিয়ে লেখার প্রয়াস ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

এম এ কাশেম বলেছেন: শুভেচ্ছা জনলাম আর জানালাম,

ভাল থাকুন।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: কাশেম ভাই ভালো লাগা জানায় গেলাম, মন খারাপ নাকি রে ভাই?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৫

এম এ কাশেম বলেছেন:
নারে ভাই,
অন্য কাহানী,

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.