নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

নষ্টামি

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০



কবিতার আঁচলে বসে নস্টদের নষ্টামি
গল্পের ছলে শুধু সদা আপন পাছা চুলকায়
চুলকাতে চুলকাতে বনের বাঁদর
ঘাঁ করে দগদগে আপন পাছায়,
তেমন কিছু বাঁদর আজ গাধার মতো করে
আমাদের আশেপাশে কবির মতো ঘুরে;
তাই তো মুখোশ খুলে দেখে বলি -
বনের গাধা , অসভ্য বানর আর
বেহায়া কবির মধ্যে বলো
পার্থক্য কোথায়?


কবিতার শরীরে নয় শুধু জ্বর
জ্বরের ঘোরে পঁচা পূজের
দুর্গন্ধ ছড়ায় গল্পের গতর
পরতে পরতে উপন্যাসের ভেতর
উল্টিয়ে দেখায় লেখক নায়িকার ছতর,
নাটকের ফটকে আটক মিথ্যে ঘটক
যৌতুকের হিসাবে যেন পার্থক্য কতক;



ঠাকুর্দার ঝুড়িতে ঠাঁশা আজ মিথ্যের বহর
হাতের কড়ে গুণে গুণে ইশ্বর জপে
ঠাকুর্মা কাঠিয়ে দেয় তার বিলম্বিত সত্য প্রহর
মহাকালের মহাকাব্যের 'পরে শকুনীর নখর
শব্দের ভারে ছন্দের তালে
চুমে না যে ভাব বিবেকের অধঁর
সাংঘাতিক সাংবাদিক সব ছাপায় হলুদ খবর
অপবাদের কালো মেঘের ছায়া পরে পৃথিবীর 'পর
খড়-বিচালী বিছায়ে যদি মেঘের উপর
হেমন্তের রাতে চান্নি প্রহরে বসে পুথিঁর আসর
সত্য মিথ্যের হবে কি তবে সোহাগের মধুর বাসর?


শিল্প ও সৌন্দর্যের না বুঝে কদর
সত্য ও ছন্দের না জেনে আদর
ভাবের লীলা কভু হয় না অগ্রসর
নষ্টরা লিখে যায় ছদর বদর
যে মতে লিখে যায় বনের গর্দভ
আর অনার্য অসভ্য বাঁদর।


পরে আছে যারা আজ সভ্যতার আধুনিক চাদর
খুলে দেখে চমকে উঠি
লুকিয়ে আছে তার তলে ঘুটিসুটি
বানরের ও অধম সে যে অসভ্য হিংস্র ত্যাঁদর।






মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

লেখোয়াড় বলেছেন:
নস্টামী।

তবে কবিতাটি ভাল।

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

এম এ কাশেম বলেছেন:

ধন্যবাদ লেখোয়ার

শুভেচ্ছা নেবেন।

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

লেখোয়াড় বলেছেন:
আমি লেখোয়ার নই, আমি লেখোয়াড়।
হে হে হে হে .....................

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

এম এ কাশেম বলেছেন: লেখোয়াড় হোন
আর খেলোয়ার হোন
শুভেচ্ছা সতত।

আসলে বানানে আমি কাঁচা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিটি দৃষ্টিকটু । আমি আপনার প্রায় পোস্টই পড়ি । ছবিটি সরিয়ে ফেললে খুশি হবো ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮

এম এ কাশেম বলেছেন: তবে কবিতার সাথে সামঁণ্জ্ঞস্যশীল বলে দিয়েছি।

ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

সকাল হাসান বলেছেন: ছবিটি ভাল লাগলো না!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

এম এ কাশেম বলেছেন: সমাজের ছবি যে আজ ের থেকে ও খারাপ।

শুভেচ্ছা।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: ছবিটা ভাল লাগছে না কাশেম ভাই---- :(

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

এম এ কাশেম বলেছেন: ভাল না লাগলে ও ছবিটা এ সমাজের কোন কোন মানুষেরই প্রতিচ্ছবি, শুধুই মানুষের মুখোশ পরে আছে - অথচ তাদেের চরিত্র কার্য কলাপ বাঁদরের চেয়ে ও কদর্য, ছবিতে শুধু তাদের মুখোশ খুলে দিতে ছেয়েছিলাম, কিন্তু মানুষ যে মুখোশ ভালবাসে , আসল চেহেরা দেখতে ভয় পায়।

মানুষ যা চাই , হোক না তবে তাই

ছবি বদলে দিলাম কবি।

শুভেচ্ছা নেবেন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ছবিও ভালো লাগছে ভাই কবিতাও ভালো লাগছে। ঠিক বলছেন ভাই, কবির আড়ালে কতগুলা ইতর লুকায় আছে আমাদের মাঝে, সেই রকম একজন ইতরের সাথেই আজকে পরিচয় হল। আমার কবিতায় তার করা কমেন্ট মুছে দিছি, কিন্তু কবি দূরে থাক সুস্থ মাথার মানুষ এমন কথা বলে কিনা আমার সন্দেহ। মনটাই খারাপ হয়ে গেল। সেলিম ভাই জানের সুন্দর একটা কবিতা পড়লাম, তারপরই আপনারটা। মিলা গেল ভাই আমার অনুভুতির সাথে।
ভালো থাকবেন ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৯

এম এ কাশেম বলেছেন: মন খারাপ করার কিছুই নাইরে ভাই
ইতর থেকে দূরে থাকাই উত্তম

অনেক শুভ কামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.