নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

আজ আমি যুদ্ধে যাবো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭



হায়েনার খামবন্দী সবুজ মানচিত্রে
অবাধে বিচরণ করে আজ
লোভী অনাচারী অহংকারী নব্য স্বৈরচার;
অগ্নিদ্রোহে জ্বলছে স্বদেশ
পুঁড়ছে মানুষ ,
পোঁড়া মাংসের ঝাঝালো গন্ধে
স্বজন হারোনো আর্তনাদে গুমোট বাতাস ,
গুম খুন গুলি টিয়ার গ্যাস
লাওয়ারিশ লাশের ভৈরব ;


সুবাতাস বন্দী অপেক্ষার বিলাসী খাম
তোলে রেখো আজ প্রিয়তমা
তোমার স্বপ্নীল বুকের ভেতর,
যুদ্ধের মাঠে যেতে প্রস্তুত সৈনিক আমি
দুঃখ বিলাসী পত্র পাঠে পেছনে ফেরার
সময় নেই আজ আর -
যুদ্ধের মাঠে যেতে প্রস্তুত সৈনিক আমি
বোটপিষ্ট নির্যাতীত মানবতার টানে
আজ আমি যুদ্ধে যাবো.............


হায়েনার কপট বিষ দাঁত ভেঙ্গে দিয়ে
প্রজন্ম প্রকল্পে উদভ্রান্ত কাননে
সন্ত্রস্ত কুঁড়িগুলো নিরাপদ রেখে যেতে
কালের কাননে কুসুম ফুটাতে
সময়ের পিঠে চাবুক মেরে মেরে
মীর জাফরের পিঠ রক্তাক্ত করবো ,
বেঈমান মুক্ত সবুজ বাংলার
মুক্ত সংগ্রামী সৈনিক হবো
াআজ আমি যুদ্ধে যাবো;



কালের ঘৃন্য ঘসেটি বেগম
ঘোট পাকায় প্রাসাদে
হিংস্র লোভী খুনী শকুনী
রক্ত খেকো ডাইনীর ডানা দু'টো ভেঙ্গে
পূর্বে-পশ্চিমে কিংবা উত্তরে নয়
দক্ষিণের উত্তাল সাগরে ভাসিয়ে দেবো,
অথবা মানবতার আয়োজনে আজ আমি
পিচ ঢালা কালো রাজ পথে
বুকের তাজা লাল রক্ত ঢেলে
আহত কিংবা নিহত হবো
আজ আমি যুদ্ধে যাবো.......



তোমার মায়াবী ভালবাসার
গহীন গভীরে আনন্দ পরশে
বুকের উষ্ণ ওমে আঁচলের তলে
থাকবো না বসে আজ আরামে,
স্বপ্নের সোনার স্বদেশ গড়ার প্রত্যয় বুকে
ধ্বংসের মাঝে গড়ার নতুন অগ্নি-শপথে
নির্যাতীত নিস্পেসিত মানবতার মুক্তির গানে
শোষিত বঞ্চিত আপামর জনতার জন্যে
সকল খুন গুম নিপীড়ন অবসান করে
মুক্ত আকাশের নীচে এই সবুজে অরণ্যে
রক্তে রাঙ্গা সতেজ সহজ পাঁপড়ি মেলে
নতুন একটি ফুল ফুটাবার আয়োজনে
আবার আমি সৈনিক হবো
আবার আমি যুদ্ধে যাবো...............


তোমার করুণ আখির
কাতর মিনতি ভুলে
গণ মানুষের আজ দুঃখ দুর্দশা লগ্নে
দেশের চরম ক্রান্তি কালে
মাতৃ মাটির মায়াবী ডাকে
চির মুক্তির মহান আহ্বানে
সকল অনাচার অবিচার অত্যাচার
খুন গুম নির্যাতনের প্রতিবাদে
সময়ের পিঠে আজ আমি
মুক্তির সংগ্রামী সৈনিক হবো
আজ আমি যুদ্ধে যাবো..................


ফিরে এসে হয়তো একদিন
হয়তো বা কোন দিন
রক্তের রঙে লিখা
তোমার বেদনার নীল খাম খুলে
দুঃখ বিলাসী বন্দী পুস্পে
সুগন্ধী নিঃশ্বাস নেবো,
তোমার সবুজ ভূমিতে সেদিন
সুখদ তৃপ্তিতে একটু জিড়িয়ে নেবো ,
স্বস্থির নিঃশ্বাস ফেলে
তোমার কস্তুরী নাভীতে হাত রেখে
অজানা মোহনার খুঁজে
সুখ শিহরণে ভালবেসে
অকূল দরিয়াই সাঁতার দেবো,
তোমার অভিমানি রাঙা ঠোঁটে ঠোঁট রেখে
মান ভাঙ্গা জলের তরলে
চাঁদ ভাঙ্গা ঢেউ তোলে
স্মরণের একটি মধুর চুমু খাবো,


অতঃপর তোমার সোহাগী কোলে
ঘুমে ঘোরে মাথা পেতে ক্লান্তিতে
সবুজে শ্যামলে কুয়াশা ভেজা
শিউলি ঝরা পাখী ডাকা এক ভোরে
সোঁদা মাটির এই গাঙ্গেয় উপত্যকায়
তোমার লাল পেড়ে শাড়ীর সবুজ আঁচলখানি
উজালা উছলা চপলা দখিনা হাওয়াই
মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়িয়ে দিয়ে
একদিন কোনদিন নিরবে নিভৃত্বে
ঘাসে ঢাকা আকা-বাকা মেটো পথ ধরে
চিরতরে চলে যাবো অজানা অন্ধকারে
চির সবুজ এই বাংলার চির চেনা
মায়াবী মাটির রূপালী গহীন বুকে ;


তবু ও
আজ আমি যুদ্ধে যাবো
মানবতার বিপ্লবী উদাত্ত আহ্বানে
থাকবো না ঘুমিয়ে আর আজ
তোমার বুকের আয়েশী ওমে
মুক্তির সংগ্রামে আজ আমি
বিপ্লবী সৈনিক হবো
আজ আমি যুদ্ধে যাবো....................

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ কবিতা| খুব ভাল লাগল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ আরণ্যক রাখাল
ভাল লেগেছে জেনে ধন্য হলাম,

শুভেচ্ছা নেবেন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

অন্ধবিন্দু বলেছেন:
সাথে আছি, এম এ কাশেম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ অন্ধবিন্দু
সাথে আছেন বলেই তো অনুপ্রেরনা পায় - লিখি

শুভেচ্ছা নেবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনী

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু
শুভেছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.