নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ষষ্টকে - ৩

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২



(১) সাধের লাউ

কচি দু'টি লাউ ঝুলে দোলে উঠে উঠোনে শোভিত মাচাঙ
কৃষানীর পানে মুগ্ধ নয়নে তাকিয়ে রয় বেহায়া কৃষাণ ,
সোহাগের কাঁটা ফুটে পুলকিত কৃষাণী শরমে হয়ে বাঁকা
আধো লাজে আহা আঁচলে দেয় ঢাকা রেখে আধো ফাঁকা
বেহায়া বাতাসে দোলে উঠে লতা , সরে যায় সবুজ পাতা
কেঁপে উঠে বুক - নয়নেতে সুখ সোহাগে মাখা কাব্য গাঁথা।

(২) পান থেকে চুন খসলে

ঘৃণা করো যারে তুমি আহা সেই তো সোহাগ ভরে
সযত্নে সাদরে পরম আদরে বুকে লয়ে চুমে অঁধরে ,
পান থেকে একটু চুন খসলে তবে ঠোঁট দু'টো বেকে
ফুলের সৌরভে কাঁটার গৌরবে নিঃশ্বাসের বিষে মেখে
জিঘাংসার দংশনে গোক্ষুর ফণা তোলে চোবল কেটে
নিজের বিষে নিজে জ্বলে কেন কাঁদো দুঃখের চিত্র পটে।

(৩) নারী পুরুষ

কিছু পুরুষ পুরুষ নয় - অত্যাচারী কাপুরুষ পরিযায়ী
তেমনি ঠিক কিছু নারী - নারী নয়, কামুক ছলনাময়ী,
তাই বলে কেন পৃথিবীর তাবৎ পুরুষ অথবা নারী
হয়ে যাবে বলো বিষ বিদ্বেষে ভরা ঘৃণার তকমাধারী,
পুরুষ কি কভু কল্পণা করে নারী বিহীন একটি সবুজ পৃথিবী
কিংবা পুরুষ বিহীন পৃথিবীতে আঁকিবে কে অমর প্রেমের ছবি?

____________________________________________________

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪

প্রামানিক বলেছেন: কাশেম ভাই এত সুন্দর লাউ কই পাইলেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

এম এ কাশেম বলেছেন: লাুউ পাইলাম কই
গাছেই ঝুলতেছে

চিন্তা করতেছি লাউ নিয়া হাটে যামু,

শুভেচ্ছা নেবেন প্রামানিক ভাই।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং লেখা দুটোই সুন্দর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা

শুভেচ্ছা নেবেন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

কলমের কালি শেষ বলেছেন: তিনটাই বেশ লাগল । ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

এম এ কাশেম বলেছেন: বেশ লেগেছে জেনে খুশী হলুম,

শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.