নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

বসন্তে বিপ্লবে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬



কিছু ফুল খুন হয়ে গেছে
কিছু ফুল হয়েছে গুম
কিছু ফুল হারিয়ে গেছে কোন অজানায়
সৌরভের খবর রাখেনি কেউ
দুঃখী পাখী আর অভাগী প্রজাপতি
তাদের খোঁজে ঘুরে বেড়ায়
আজ ও এই হতাশার প্রান্তরে ;

পেট্রোলের আগুনে ঝলসে গেছে মায়াবী সবুজ
অবুঝ পাখী তবু ডাকে লাল পলাশের ডালে
কৃষ্ণ চুড়াঁর ডাল
রক্তে রেঙে লাল
তবু ও ফুটেছে আজি অজস্র ফুল
কোকিল ডাকে দূরের ঝোপে
কিশোরী কাঁপে পাখীর খোপে
চাণক্য বুদ্ধিতে রাজা মহাশয় তা দেয় গোফে
আগুনের সাথে আজ রূপালী বসন্তে
হংসের সঙ্গে সঙ্গমে যাবে মেঘের অজান্তে ;

মেঘ গেছে উড়ে নীলের উঠোনে
দখিণের বাতাস নিয়ে গেছে তারে
অনেক দূরের হিম পাহাড়ে
সবুজের সমারোহে বসন্ত আজ দ্বারে
ঘুম ভেঙ্গে ফুলেরা উঠেছে জেগে
গানের পাখী উঠেছে ডেকে
লালে লাল পলাশ ফুটেছে রক্তে
শীতের শেষে খুন রাঙা পথে
বিপ্লব এসেছে আজ অজান্তে
লাল সবুজের দিগন্তে
জাগো বাঙ্গালী জাগো আজ এই বসন্তে ।

________________________________________

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ। সুন্দর কবিতা। আর পিকটাও খুব সুন্দর। হৃদয়কারা। ভালো থাকবেন। আর ঘন ঘন কবিতা লিখবেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল
ভাল লেগেছে জেনে ধন্য হলাম

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.