নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩



.
তোমার নিজের কোন ঠিকানা নেই বলেই
আছে তোমার কত কত ঠিকানা
সহস্র স্নেহ-মমতায় বেড়ে উঠা পিতৃ ঠিকানা
মুছে যেতে না যেতেই
আসে ভালবাসা ভরা ঘরখানা
সোহাগী স্বামীর প্রেমময় বাহুর ঠিকানা,
স্বামী একটু এদিক সেদিক করলে
ভাই আছে না?
ভাইয়ে খেদালে – পুত্র আছে
মাথায় তোলে রাখে;
.
.
তবু কেন আফসোস তোমার জানি না
খুঁজে পেতে শুধু
নিজের একটি ঠিকানা?
.
.
অথচ এই দেখো আমি
আমার তো কিছুই নেই
আছো শুধু তুমি
তুমিই আমার ঠিকানা,
হারিয়ে গেলে একবার তুমি
তখন যে আমার আর কিছুই থাকে না,
থাকে শুধু অন্ধকার – শূন্য বিছানা
নির্ঘুম রাত বিরহ বেদনা
দেবদারু ঝোপে নিঃসঙ্গ পাখীর মায়াবী গান
পৌরষের কাছে সে এক অজাত টান
টানে আমায় - শুধুই টানে বেঘোর অঘোর টানে;
.
.
সেই গানে - সেই টানে আমি
ঘর হারিয়ে পথ হারিয়ে পথে পথে ঘুরি
ঘুরে ফিরে পথ আমাকে
খোঁজে দেয় গো মধুর ঠিকানা
সেই যে তোমার বাহু দুইখানা
আহা ! আমার সাধের ঠিকানা!
ভালবাসায় সোহাগ ভরা
স্বপ্ন মধুর বিশ্বাসে আশ্বাসে গড়া
তোমার শাড়ীর আঁচলখানা
সেই যে আমার আসল-নকল
স্বপ্ন লোকের চাবির ঠিকানা
আমার সুখের-দুঃখের অম্ল-মধুর
খুনসুটি আর আস্থা ভরা মনের আস্থানা ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

জনম দাসী বলেছেন: আজকাল কি আর কেউ শাড়ির আঁচল খুঁজে, খুজে তো ডিস্কো মেম সাহেবদের... ভাল থাকুন সব সময়।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

এম এ কাশেম বলেছেন: যে যা খুঁজে
সে তা পাবে,

আপনাকে অনেক শুভেচ্ছা ।ধন্যবাদ ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

জনম দাসী বলেছেন: সে সব খোজায় যে কোন কোন লক্ষ্মীর আঁচল আঁখি জলে ভাসেরে ভাই... আপনার খোজা টুকু সঠিক থাকুক সেই কামনায়...।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

এম এ কাশেম বলেছেন: জলের আঁচলে নদী খোঁজি
খোঁজি লক্ষ্মীর বসত
তেপান্তরের নদীর পাড়ে
থামিও আমার রথ।

আপনাকে ও শুভ কামনা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

মাধব বলেছেন: আসলেই ওটাই সঠিক ঠিকানা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ ভাই,
ঠিকানার অধিক ঠিকানা
সে যে মনের আস্তানা।


শুভ কামনা।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগলো লেখা

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম।

শুভেচছা জানবেন।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ কাশেম ভাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম,
শুভেচ্ছা জানবেন ল্রামানিক ভাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

এম এ কাশেম বলেছেন: শুভ নব বরষে োনেক অনেক শুভ কামনা।
আপনি ও ভাল থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.