নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

একটি লাল গোলাপের শোকে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০


.
.
মধ্য দুপুরে দূরের আকাশে একা একা সূর্য জ্বলে
প্রেমের অনলে হৃদয়ের অঙ্গারে নিজে নিজে পুড়ে
জ্বলে জ্বলে আপন অনলে পুড়ে জ্বালায় প্রেমের আলো
তোমারই আঁধার আকাশে নীলের আঙ্গিনায় ,
আলোকিত হও তুমি দ্বাদশী চন্দ্রের মত
মায়াবী স্নীগ্ধতায় ছড়াও রূপালী জ্যোৎস্না
ফলে ফুলে মোহ-মুগ্ধ সবুজ সোহাগী পৃথিবী,
স্বপ্ন দেখো – স্বপ্ন দেখাও
ক্ষয়ে ক্ষয়ে স্বপ্ন বিলিয়ে যাও
স্বপ্নে বিভোর আমার আকাশ নীলিমা;
.
.
সূর্য পাটে
চন্দ্র উঠে
সূর্যের পথে হেটে
প্রেমের অঙ্গারে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে
আপন আলোয় উদ্ভাসিত করে রূপালী চাঁদ
অভাগা সূর্য দেখে না কখনো রূপালী চাঁদের স্নিগ্ধ আলো
ধৈর্যের বাঁধ ভাঙ্গে না তবু;
.
.
সূর্য উঠে
সূর্য পুড়ে
চন্দ্র কাঁদে
আলো-আঁধারে
চাঁদের হাটে বিরহের গল্প জুড়ে
একটি লাল গোলাপের শোকে
চুপিচুপি ম্লান চোখে
না পাওয়ার গ্লানীতে চোখ বুঁজে
হৃদয়ের স্বর্ণালী আকাঙ্খা সম্ভার –
নীলের আকাশে রক্তের তুলিতে সাজিয়ে গোধূলী
বেদনা বিদুর বিরহী সন্ধ্যায় সূর্য ডুবে।
.
==================================

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

সামিয়া বলেছেন: অসাধারণ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ।

শুভেচ্ছা জানবেন।

২| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৩

অপ্‌সরা বলেছেন: খুব সুন্দর ভাইয়া!:)

১৮ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৬

এম এ কাশেম বলেছেন:

ধন্যবাদ,
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.