নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

গীতি কবিতাঃ রঙের এই দুনিয়া

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

.
.
.
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না ,
দামী গাড়ী দামী বাড়ী
সবই রবে পড়িয়া
ঐ পাড়ে যাবিরে শুধু
সাদা কাফন পিন্দিয়া
সোনা চান্দি অর্থ কড়ি
কেমন করে সঙ্গে নিবি
কাপনের কাপড়ে যে
নেবার পকেট নাই'
ঘামের পূঁজি ভাগ করিতে
কাঁদিবে সবাই
ফাঁদে কেন পড়িস তবু
রঙের দুনিয়াই?
দুনিয়া দুনিয়া করি
ফাঁদে পড়িস না
রং তামাশার ফাঁদে পড়ি
গোনাহ করিস না;
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না;
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না।
.
.
ভাল করলে স্বর্গে যাবি
খারাপের ফল জাহান্নাম,
হালাল ফেলে খাবি কেন
করেছে যা হারাম,
কার লাগিয়া ঝরাও তুমি
পায়ে মাথার ঘাম
চোখ বুঁজিলে এই দুনিয়া
ভুলবে তোমার নাম ,
নাম দিয়ে ভাই
কাম কি হবে
ক্ষণিকের এই দুনিয়াই
আসল দুনিয়ার লাগি
পূঁজি কিছু করিসরে কামাই
পূঁজি ছাড়া ঐ পাড়েতে
পাড় তো পাবি না
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না,
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না;
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গী হবে না ।
.
.
মাটির নীচে আঁধার বাড়ী
নাইরে বাতির আলো
আঁধার ঘরে পেতে আলো
রুহের বাতি জ্বালো
নামাজ পড়ো, তজবিহ জপো
হারাম হালাল বেছে চলো
লা-শরীকের নূরের আলো
দেহের ঘরে জ্বালো
রুহের বাতি দূর করিবে
আঁধার ঘরের কালো
রঙের এই দুনিয়া থেকে
সে দুনিয়া অনেক ভালো;
এই দুনিয়ার ফাঁদে পড়িস না
সেই দুনিয়া নষ্ট করিস না
আমল ছাড়া অন্য কিছু
সঙ্গে যাবে না;
রঙের এই দুনিয়া
যেতে হবে ছাড়িয়া
যাবার সময় আপন কেহ
সঙ্গে যাবে না।
.
==========================
এম এ কাশেম
==========================

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

blogermassud বলেছেন: সুন্দর কবি ।

০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয়।
শুভেচ্ছা সতত।

২| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৩| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩

অতঃপর হৃদয় বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস! তবুও ভাই কারোরি নাই একটু খানি হুঁশ।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

এম এ কাশেম বলেছেন: একটি দমের এপার ওপার
দম ফুরোলে সবি অন্ধকার।

শুভ কামনা।

৪| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২

প্রাইমারি স্কুল বলেছেন: সুন্দর হয়েছে

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হোলাম।

শুভচ্ছহা সতত।

৫| ০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: আগেরটির মতোই সুন্দর হয়েছে। +।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

এম এ কাশেম বলেছেন: আগেরটিই তো সম্পাদনা করে রি-পোস্ট করলাম।

শুভেচ্চা সতত।

৬| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া ...................।



খুব সুন্দর লিখেছেন।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

এম এ কাশেম বলেছেন: তুমি যেমনি নাচাও তেমনি নাচি............. সুন্দর ও জন প্রিয় গান

শুভেচ্ছা সতত।

৭| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:



নীচু মানের ভাবনা; মানুষ জন্মের পর, একটা সময় জীবন যাপন করেন, তারপর প্রাকৃতিক নিয়মে মৃত্যুবরণ করেন, এটা স্বাভাবিক; মৃত্যু নিয়ে এই ধরণের ম্যাও প্যাও পংক্তি মানুষকে শুনতে হবে কেন?

০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৭

এম এ কাশেম বলেছেন: আপনাকে শুনতে কে বলেছে। কেউ কি বাধ্য করেছে?
যার ইচ্ছে হয় শুনবে না হয় শুনবে না।

আমার তো মনে হয় সিংহ ভাগ মানুষ মরণ আর মরণের পরে কি হবে তা নিয়ে চিন্তা করে।
যাক ম্যাও প্যাও পংক্তি গুলো না পড়লে পারেন।

ধন্যবাদ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৮

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ ছবির কবি।
শুভেচ্ছা সতত।

৯| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

০৪ ঠা এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৯

এম এ কাশেম বলেছেন:
জেনে ধন্য হলাম কবি।

শুভেচ্ছা জানবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১৪

বিদ্যুৎ বলেছেন: অসম্ভব সুন্দর লেখা। এক কথায় চমৎকার। শুভ কামনা রইল।

২৮ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.