নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

হালদার বাঁক

০৬ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৬

সুন্দর পুরের পুরোভাগে
সুন্দর করে বেঁকে গেছে
হালদার বাঁক;
জলের তরলে
বেঁকে বেঁকে চলে
রূপোর বাঁকে বাঁকা ঢেউ তোলে ;
এনে যদি বসিয়ে দিই
তোমার স্কন্ধের 'পরে
কে বলবে বলো-
নদীর বাঁকে আর
তোমার গ্রীবার সৌন্দর্য্যে
কোন তফাৎ আছে?


আমি ও চেয়ে থাকি তাই
অপরূপ ঐ গ্রীবার দিকে -
হালদার বাঁকের মতো বেঁকে
একবার যদি চেয়ে দেখো ফিরে
স্মীত হেসে ওগো -
আমার দিকে ;
নয়নের নদীতে তবে ঢেউ তোলে
ঢেউ গুলো দোলে
চুমুর তরঙ্গে
চুক্‌ চুক্‌ করে
পরতো না ঝরে
অনিন্দ্য সুন্দর
তোমার গ্রীবার 'পরে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৩

আইশা কবির বলেছেন: সুন্দর লেখা!

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৭

এম এ কাশেম বলেছেন: জেনে খুশি হলাম
ধন্যবাদ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারণ সুন্দর একটা লেখা ।পড়ে ভালো লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৮

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

শুভেচ্ছা জানবেন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৮

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


সৌন্দয্য টেনেছে কাছে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২২

এম এ কাশেম বলেছেন: কাছে টানার অনেক বিষয়ের মধ্যে সৌন্দর্য্য ও গুরুট্বপূর্ণ বিষয়ের একটি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.