নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজ-কাণ্ড

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪



.
পেঁয়াজ নিয়ে নিয়াজ সাহেব
পড়ছেন ঝামেলায়
পেঁয়াজ ছাড়া আসলে ঘরে
বউয়ে গাল ফুলায়,
.
.
এক নম্বরে লিখছে পেঁয়াজ
বাজার তালিকায়
ভুলে গেলে খবর আছে
ঘরে জায়গা নাই;
.
.
এত বুঝা বুঝায় তারে
পেঁয়াজের দাম আগুন
মাছ মাংস সব্জি আনে
সাথে ডাবল রসুন;
.
.
বাজার দেখি ঘোমটা তুলি
গিন্নী দিল ঝাড়ি
ঝাড়ি খেয়ে নিয়াজ সাহেব
পালান তাড়াতাড়ি;
.
.
পেঁয়াজ ছাড়া রাঁধবো কেমনে
গিন্নী কুটে মাথা
পেঁয়াজ কিনতে মাথা ঘুরে
বাড়ে হার্টের ব্যাথা;
.
.
পেঁয়াজের দাম বেড়ে আগুন
কমেছে তার ঝাঁঝ
রেগে মেগে বউ আগুন
অগ্নিমূর্তি সাজ;
.
.
তেল মশল্লা ডাবল দিলে
পেঁয়াজ লাগবে কেন
বুঝাইলে তো বুঝে না সে
অবুঝ খুকি যেন;
.
.
গিন্নী রেগে পেঁয়াজ আনতে
ছুটেন বাপের বাড়ী
পেঁয়াজ সহ বউ আনতে
পাঠান এবার গাড়ী।
.
.
মান ইজ্জত সবই গেলো
বউ ফিরলো খালি
জলে গেলো গাড়ী ভাড়া
শালী দিলে গালি।
.

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পেয়াজ সমাচার ভালো লাগলো

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশু হোলাম।
শুভ কামনা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: হায় পেঁয়াজ !!!

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০১

এম এ কাশেম বলেছেন: কোথায় তুমি আজ?

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

নাহার জেনি বলেছেন: পেঁয়াজ নিয়ে রম্য কবিতাটি ভাল লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০২

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো।

শুভ কামনা।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

নাহার জেনি বলেছেন: পেঁয়াজ নিয়ে রম্য কবিতাটি ভাল লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৩

এম এ কাশেম বলেছেন: ভাল কি ডাবল লেগেছে?

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

নাহার জেনি বলেছেন: মোবাইল থেকে কমেন্ট করতে গিয়ে ভুলক্রমে টাচ লেগে ডাবল কমেন্ট হয়ে গেল! এই হচ্ছে ব্যাপার :)

০৭ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৩

এম এ কাশেম বলেছেন: আমি তো ডাবল খুশি হয়ে গিয়েছিলাম, এখন আমার এমন খুশিতে পানি ঢেলে দেবার
দরকার কি ছিলো?

ধন্যবাদ সহ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.