নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

জীবনে রূপান্তরে

২৯ শে জুন, ২০২১ সকাল ১০:২৯

প্রানের দাবিতে কাছে আসা দু'টো পাখী
দেহের দাবিতে বুনে খড়োখুটো বাসা
প্রান আর দেহ মিলে একাকার সময়ের সহজ দাবিতে
জোৎস্নার রাতে স্বর্গ নামে মাটির কুটিরে
মাটির গর্ভে ডিমের নমুনা,
ভাসে আনন্দের বন্যা
সযত্নে তা দেয় পালা করে দিনে কিংবা রাতে
মাটির উদোর থেকে আসে একদিন আদমের বাচা
আরও একবার আকাশ জুড়ে আনন্দের বন্যা
কচি কণ্ঠে কান্নার তীব্র চিৎকার
স্নেহ, মায়া - মমতায় চায় তাহার অধিক অধিকার;

ছোট দু'টি হাত, ছোট দু'টি পা শূন্যে ছুঁড়ে
বাতাসের সাথে আপন মনে যুদ্ধ করে
ক্ষিধে পেলে কাঁদে, কোলে নিলে ঘুমায়
ঘুম ভাঙ্গলে পিট্‌ পিট্‌ করে তাকায়
এইভাবে হেসে কেঁদে মমতায় জড়ায়
ঠোঁটে ঠোঁট রেখে খাওয়াই
পায়ে মিলিয়ে পা হাটতে শেখায়
পাখানায় পাখা রেখে আকাশে উড়ায়
আর মনে মনে স্বপ্ন বুনে -
বাচারা একদিন আকাশে উড়বে, বাতাসে ভাসবে
নিজেদের জীবন স্বপ্নের মত গড়বে;


আজ তোমাদের আকাশে উড়ার দিন
বাতাসে ভাসার দিন
জীবনে রূপান্তরে
নিজেদের জীবন নিজেদের স্বপ্নের মত গড়ার দিন;

হলো তাই আজ আমাদের বহু অপেক্ষার অবসান
তোমরা গাইবে সৃষ্টি সুখে জীবনের জয় গান
বিচিত্র ফুলে ফলে ভরে উঠবে তোমাদের নন্দিত বাগান
কলরবে কোলাহলে মুখরিত হোক সবুজ জমিন কিংবা নীল আসমান।


দূর থেকে দাঁড়িয়ে আমরা শুধু দেখবো
তোমাদের স্বপ্ন মধুর সফল জীবন;
আনন্দে উদ্বেলিত হবে আমাদের হৃদয়
গর্বে ভরে উঠবে আমাদের বুক
মুখে হাসি, চোখে অশ্রু
আনন্দ - বেদনায়।

দূরে কিংবা কাছে
যেখানে যেভাবে থেকোনা কেন
আমাদের স্নেহ, মায়া-মমতা কিংবা ভালবাসা
আর আশির্বাদ তোমাদের ঘিরে
আবর্তিত হবে চিরকাল।

স্বপ্নের জীবনে সফল হও
আকাশের ওপারে আকাশে
স্বর্গের সোনালী বাতাসে
দয়াময় মহান রবের দরবারে
এই আমাদের অনন্ত প্রার্থনা ।

======================================

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা

২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৫২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ কবি
শুভেচ্ছা জানবেন।

২| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘ এ কবিতার শুরুর লাইন দুটো অত্যন্ত চমৎকার হয়েছে। +
দ্বিতীয় স্তবকের তৃতীয় লাইনের তৃতীয় শব্দটি বোধহয় 'কাঁধে' নয়, 'কাঁদে' হবে।
কবিতার শেষ স্তবকটিও সুন্দর হয়েছে।
কবিতায় ভাললাগা + +।

০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৩০

এম এ কাশেম বলেছেন: উৎসাহ নিয়ে পড়ে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

শুভেচ্চা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.