নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

তোমার ও আমার ভাবনা । কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

তুমি মনে কর আমি মনে হয় এরকম
সারা রাত ঘুমায় না
আমি ইচ্ছে করলে অনেক ঘুমাতে পারি
তোমাকে বরণ করার জন্য আমাকে ব্যস্ত থাকতে হয়
মনে কর আমার খাবারে প্রতি রুচি কম
আমি খুব খেতে পারি
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে
আমার খাবারের কথা মনে থাকে না
আমি নিজেকে খুব ছোট মনে করি?
না আসলে তা নই
তোমার কাছে হাজির হয় চির বিনয়ী সত্ত্বা নিয়ে
অনেক দূর থাকি আসি তোমাকে দেখতে
তুমি মনে কর আমার খুব কষ্ট হয়
প্রিয়সী অনাহারের বহু দিনের পথটুকু
কত যে সহজেই অতিক্রম করি
প্রিয়সী অন্ধকার রাতে ঘরের চাবি হারিয়ে দেখ
পানির ভেতরে যদি তোমার দুল হারায়
বুঝবে দরকারি জিনিসটা কত দরকারি
প্রিয়সী তোমার জন্য বহুদূর থেকে আসি
কিচ্ছু দেখিনি রাস্তায় বাসের জানালা দিয়ে
শুধু চোখের মাঝে ভেসে আসে
তোমাকে দেখার দৃশ্য
তুমি বল আমি তোমাকে অবিশ্বাস করি
আমার খাঁচার পাখিটি ঝটপট করেছিল
তাই ঝটপট কবিতা লিখে ফেললাম
আমার রং করা ‍প্রিয় খাঁচার আলতার দাগ দেওয়া
খাঁচার ভেতরের প্রিয় পাখিটি কষ্ট পাবে এই ভেবেছি
খুব দুশ্চিন্তায় পড়ে আছি
তার চেয়েও বেশী কষ্টে পায় তোমার কথায়
কষ্টটুকু পেলে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

নাগরিক কবি বলেছেন: ভাল। কিন্তু দাড়ি কমা হলে আরও ভালল হত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

খালিদ১২২ বলেছেন: কৃতজ্ঞ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.