নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

দুটো নিকৃষ্ট বোঝা। ক‌বিতা।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫

দুটো নিকৃষ্ট বোঝা

মধ্যরাত্রীতে ফ‌াঁকা রাস্তা
কোন গাড়ী চলছে না
আমি রাস্তার মাঝখানে
দু হাত প্রসারিত করে
চোখ বুজে দাড়ালাম
আমার মরার কোন সম্ভাবনা নেই


আমার পিঠে দুশ্চরিত্রের বোঝা
আমার মাথায় মন্দ স্বভাবের বোঝা
পৃথিবীর সবচাইতে নষ্ট ও নিকৃষ্ট দুটো বোঝা
পঁচা নর্দমা ও মলমূত্রের চায়তেও নিকৃষ্ট বোঝা
দুশ্চরিত্র ও মন্দ স্বভাবের বোঝা

এ বোঝা আমাকে টানতে হয়
ভাবলাম বাঁচবো না ,মরে যায় নিজে নিজেই
কিন্তু বেঁচেতো আছি
এই ইবাদতটুকুতো করছি
অন্তত একটি ইবাদত আমি করছি
সেটা খোদার ভয়ে আমি বেঁচে আছি
নয়তো দুটো বোঝা থেকে হাল্কা হতাম
নিজেকে খুন করে।




খোদা আশ্রয় চায়

খোদা সবসময় তোমার কাছে আশ্রয় চায়
নিকুষ্ট চরিত্র ও মন্দ স্বভাব থেকে
পরমুখাপেক্ষিতা ও মূর্খতা থেকে

খোদা প্রতিটি সময় যেন বাঁচতে পারি
অক্ষতা , দীনতা ও ভীরুতা থেকে
মনের রোগ থেকে , শরীরের রোগ ও
অলসতা থেকে

খোদা বাঁচতে চোখ জীহ্বা ও যৌনাঙ্গের
অকল্যান থেকে
বাঁচতে চায় খারাপ লোকের হাতে সপর্দ
হওয়া থেকে

বাঁচতে চায় ক্ষুধার কষ্ট ,কৃপনতা
অভাব ও অধপতন থেকে
বাঁচতে চায় মানুষের বিদ্রুপের পাত্র হওয়া থেকে
প্রতি মুহূর্তে বাঁচতে চায়
হাত পা শরীরে ও অন্তরের মন্দ চিন্তার ক্ষতি থেকে
অত্যাচারিত হওয়া থেকে

বাঁচতে চায় হে খোদা
দুশ্চিন্তা , অকৃতজ্ঞতা ও বিষন্নতা থেকে
বাঁচতে চায় হে খোদা নেশা ও বদ অভ্যাস থেকে
মন্দ আচরণ ,হিংসা ,অহংকার ও মিথ্যা থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.