নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি সাইডে একটি করে চায়ের কাপ

০৭ ই মে, ২০১৭ সকাল ১১:২২

স্ত্রীকে চা বানিয়ে দিতে বললে তার গা জ্বালা
বলে এত চট জলদি আমি চা বানাতে পারব না
তোমারতো আর আর তস হয় না!
চায়ের দোকানে চা বিক্রেতা বলে ভাই আপনি
চা খেতে আসবেন না
আপনি এক কাপ চা বানানোর সময় দিতে চান না
এত তাড়াতাড়ি আমি চা বানাতে পারব না
এক বাসায় প্রাইভেট পড়াতে যেতাম
কিছুদিন আগে তা ছেড়ে দিয়েছি
কারণ বাচ্চার মা চা দিতে দেরি করত
কি বিপদ! চা আমার পরম বন্ধু
প্রধান খাদ্যের মত!
তবে নেশা নয়, অভ্যাস মাত্র
চায়ের নাম উচ্চারন করা মাত্রই আমাকে চা দিতেই হবে
আত্মীয়র বাড়ীতে গেলে ঢোকার পরেই বলি
আমাকে এক কাপ চা দিলেই হবে
আর কিছু চায়না!
বাজারে গেলে আমার বাজার করার আগে এক কাপ চা
বাজার করার শেষে এক কাপ চা
রিতিমত চা খোর হয়ে গেছি!
সেদিন এক লোক বলল ,দুপুরে চা পান করছিলাম
এক লোক বলল –ব্রিটিশরা আমাদের আর কিছুতো দেয়নি
দুপুর বেলায় চা খাওয়া শিখিয়ে গেছে
কি বিপদ! দুপুরে এক কাপ কত যে মিষ্টি বোঝাবো কি করে!
মানে চা আমার জীবনের এক খণ্ড হয়ে গেছে
এই আমার বাজার ,পড়ার টেবিল, পরিবার ,সংসার
প্রতিটি সাইডে একটি করে চায়ের কাপ
বেশ ভালই লাগছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৫

শরদিন্দু রূপক বলেছেন: সত্যি নাকি?

০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৭

খালিদ১২২ বলেছেন: হে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.