নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা করতে গিয়ে থেমে গেলাম!

১২ ই মে, ২০১৭ রাত ১০:২৩



আত্মহত্যা করতে গিয়ে থেমে গেলাম!
আস্ত পাথর নিয়ে বেঁচে থাকা -হেঁটে চলা পাগোলটা
ভাবতে ভাবতে পাগোল হয়েছে সে
তবুও সে পৃথিবী ছাড়ার কথা ভাবতে পারেনি

আমারতো ধর্ম আছে-আত্মহত্যাও হারাম
যার ধর্ম নেই সেওতো বেঁচে আছে
যে পাপী সেও বেঁচে আছে
যার চার হাত পা নেই –প্রতিবন্ধী সেও
বেঁচে আছে

মাঝির স্ত্রী বেঁচে আছে চার সন্তান নিয়ে অনাহারে
গভীর ঝড়, ক্ষীপ্ত
সমুদ্র রাত পার করে
তার স্বামী ঘরে ফেরেনি গত তিন মাস ধরে

তিন বার গণ ধর্ষণের স্বীকার হয়েও সে তরুনী
তরুণী এখনো বেঁচে আছে দুঃখ ভুলে

বেঁচে থাকাটাও তাহলে একটি যোগ্যতা?
আমিও বেঁচে থাকতে চাই -এই যোগ্যতা নিয়ে

আমার গলার রশি গরুর রাখালকে দিয়ে দিব
সে রশিটি দিয়ে গরু বেঁধে রাখবে গোঁয়ালে
আমার বিষের বোতলটি কোন মধু বিক্রেতাকে
দিয়ে দেব-অন্য কাজে লাগবে
সে বিষ ফেলে দিয়ে ওখানে মধু রেখে বিক্রি করবে

আমার কি হয়েছে যে আমাকে মরতে হবে?



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু হয়নি, সব ঠিকঠাক আছে।

১২ ই মে, ২০১৭ রাত ১০:৩৪

খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই মে, ২০১৭ রাত ১০:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
মরে গিয়ে তারপর দেখতেন কি হয় ! B-)

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:১৪

খালিদ১২২ বলেছেন: জীবন একবারই । তা মূল্যবান

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১:২৬

জোলারোভিচপইজোলারোভিচ বলেছেন: কিছু কথা পড়ে তৃপ্তি লাগে। তৃপ্তির ঢেকুর দিলাম। :-B

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:১৪

খালিদ১২২ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.