নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

সময়ের কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

অবাক সময় অবাক ভগবান



কয়েছ আহমদ বকুল



সরকার তুমি চুর খুনি

ধর্ষক লুটেরা -

হায়ানার থাবার চেয়ে হিংস্র নখর তোমার

তবুও মানুষ

সাধারণ খেটে খাওয়া আম জনতা থেকে

শিক্ষক সাংবাদিক ছাত্র

কুলি মজুর জেলে রিক্সা ড্রাইভার

নীরবে করেছে হজম সকল অন্যায় তোমার

কেননা বুকের চিতায় জেগে ছিলো এক বিন্দু

আশার স্বপন

ভেবে ছিলো লোক সব অনুভব শান্তনা হয়ে

দেবে তুমি ভায়ের রক্ত আর বোনের সম্ভ্রম হানীর দাম,

আহ! বদনাম

তুমি তো আবার সেই গোপন প্রেমের স্রোতে

খুনিদের চুম্বন চুষে

ক্ষমতা পাবার লোভে মেতে।



যে মানুষ বলেনি কথা পদ্মার উষ্ঠায়

সুরঞ্জিতের রঞ্জিত হাতে ও যাদের ছিলোনা ভ্রুক্ষেপ

নিত্যকার খুন রাহজানী ধর্ষণ গুম

একটি মাত্র আশায় যারা নীরবে করেছে গ্রহন

সেই ষোল কুটি জনগণ এখন শাহবাগে তোমার কবর রচনায় মত্ত,

খুনি কাদেরের ভি চিহ্ণ সম্বলিত হাত

আঘাত করেছে আমাদের মননে,

ঘৃণা থু থু নয় শুধু

ধু ধু হাহাকারময় বুকের চিতায় একটাই স্বপ্ন শেষ

কাদের সহ খুনীদের ফাঁসী কিংবা

আস্তাকুড়ে তোমাকে নিক্ষেপ,



শুনো সরকার

অবাক সময় অবাক ভগবান বলে শুনো

খুনীদের ফাঁসী ছাড়া

তোমার ক্ষমতায় থাকার

অধীকার কিংবা ক্ষমতা নেই কোনো।































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.