নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

কয়েছ আহমদ বকুলের কবিতা

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

ইচ্ছার হন্তারক তুমি মেয়ে



কয়েছ আহমদ বকুল



নিজের ইচ্ছাকে হত্যা করে করে

বিনম্র শ্রাবণে অরণ্যগামী তুমি বালিকা,



অপার ঐশ্বর্য্য উপেক্ষার উষ্টায় দূরে ঠেলে

একদিন আপন ইচ্ছার আলোয় স্নান করতে

আমার কিন্নর অপাঙ্কতেয় বৈকুন্ঠ মন্দিরে

তুমি তরঙ্গ প্রলয় তুলেছিলে সুখ

পুতুল তুমি তুলতুল তরলতায়

আলোময় জলময় করেছিলে আমার সরল আকাশ

পরাজিত করে সব সময়ের বায়ু

আমাকে পরিয়েছিলে বিজয়ের সুমহান স্তুতি

বুঁনেছিলে ইচ্ছা মাঁখা বৈভব স্বপন।



নিজের ইচ্ছাকে হত্যা করে করে

অন্তর গহীনে জন্ম দিয়ে বেহুদা সন্তাপ

তুমি আজ পাপ মগ্ন

তুমি আজ অনিচ্ছার অনলে ভাসা

হিংস্র বীনার তির্যক আর্তনাদ,



কোন একদিন

একদিন সুদূর সন্ধ্যায়

তোমার আপন গোপন ইচ্ছারা যেদিন

পাঁজর ভাঙ্গবে রোদন যন্ত্রনায় সুধাময়ী

আমি সেদিন ও চেনা যমুনায় বসে থাকবো

অপলক চেয়ে থাকবো

তোমার ইচ্ছা রঙ্গের ধুলো উড়া পথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.