নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

কয়েছ আহমদ বকুলের কবিতা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

চন্দ্রাবতী সুখ

-----------------------------

(ভার্চুয়াল পৃথিবীর এক বন্ধু হুট করেই আজ কবিতার উপজিব্য হয়ে উটলেন, পুতুল আপনাকে শুভেচ্ছা)



সন্তাপিত সঙ্গাহীন সীমান্তে একাকী-

অনির্বাণ চোখের চিতায়

বিমুগ্ধ প্রাঞ্জল তুমি আলো খেলা।



অন্তরের হংস সব সাক্ষী রেখে

সরলতম সুচতুর সহজ চিৎকার

কেউ নও তুমি মোর

সুদূর আকাশ গায়ে জ্বলা তুমি

রুদ্র সেঁতার

না দেখা গুনমুগ্ধ ওগো নদী বান

অভিমান অবমান সকলই তবুও আজ

তোমার তরঙ্গে খেলা করে,

আশাতীত উল্লাস তুমি

চৈতন্যে তুমি আজ নব নব স্বর

আপন বৈকুন্ঠ বনে

সযতনে তোমাকে স্থাপিত করে

কবির কলম আজ অনাহুত কলরবে মেতে।



তোমার পুতুল কথা

চন্দ্রাবতী চঞ্চল সংলাপ

বিলাপ সমুদ্র ভেঙ্গে

উত্তাল আনন্দে ভাসায় মন

অনুক্ষণ ভুলে ব্যাথা

গত সত্ত্বা লুকিয়ে কোথাও

বিহবল বৃষ্টির পালক ছোঁয়া শীতল আড্ডায়

তোমাকে সুধায় মন

চনমন জোৎস্না জলের স্বপ্ন সন্তরণে।



না আসো তুমি

দুর্মূখেরা যা বলে বলুক

তোমার আমি নাম দিয়েছি চন্দ্রাবতী সুখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.