নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার শুদ্ধতর পাঠ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৬

তুমি আমার শুদ্ধতর পাঠ



কয়েছ আহমদ বকুল



তুমি আমার মধ্যে আছো,

আছো মগজের বিষ কামড়ে-

চিত্তের হর্ষ বিষাদ

চিন্তা চেতনা ও মননের নির্মাণ কৌশলে।



তুমি ধ্বংসে আছো

আছো কৃতি করুণা কান্না মগ্ন প্লাবনে

ক্লান্তীর ঘুমে আছো-

আছো বিস্বাদ যন্ত্রণায়।



তৃপ্তির ডেকুর তুমি

উল্লাস উচ্ছাস আনন্দ অহংকার তুমি

তুমি শ্রাবণের বৃষ্টি নুপূর

গহন রাতে চারু কলমের নিস্পেষিত কালি।



শরতের কাঁশ মাঁখা এলোথেলো চুল তুমি

ভুল তুমি

তুমিই মোর শুদ্ধতর পাঠ,

বসন্ত বিভ্রাট তুমি

অগ্রাহনের মাঠে তুমি দৈব ঝঞ্জা

বিলাপ তুমি প্রলাপ তুমি

সফল গাঁথা সংলাপ তুমি

তুমিই সুর স্বর হীনা মোর ভগ্ন বীনা পরে।



তুমিই সুখ - স্বপ্ন তুমি - তুমিই শান্তনা

তোমায় আমি মর্তে পেলে

সৃষ্টিকর্তার শর্ত ভুলে

বিশ্বাস করো পরকালে স্বর্গ চাইবো না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:





তুমিই সুখ - স্বপ্ন তুমি - তুমিই শান্তনা
তোমায় আমি মর্তে পেলে
সৃষ্টিকর্তার শর্ত ভুলে
বিশ্বাস করো পরকালে স্বর্গ চাইবো না।



দারুণ !!!!
ভাললাগা রেখে গেলাম।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.