নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

উড়ে যাও উদাস শিমুল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

উড়ে যাও উদাস শিমুল





আগলে রাখার সব অধিকার আমাকে দিয়ে

সক্ষম সুযোগ সব আমার আস্থিনে রেখে জমা

সুনিপুন সরল শান্তনা

তুমি নিশ্চীন্ত ছিলে -

যাচ্ছিলে ভেসে আমার পুড়া জলের স্রোতে,



বুকের পাহাড় থেকে গড়িয়ে পড়া স্বজন তুমি আজ।



নারী যখন চাঁদে যাচ্ছে

আবিষ্কার করছে মঙ্গলে জীবনের অস্থিত্ব

এভারেষ্ট ধন্য হচ্ছে নারীর পদচ্ছাপে

তুমি তরঙ্গময়ী তখন কেবলই আমার লুকানো সংলাপ

সামন্ত মন্দিরে তখন

তুমি আমি মেতে ছিলাম কাশ কাশ খেলায়

আমার সস্তা কবিতার চিতায় তখন তোমার হাবুডুবু সাঁতার,



চোখের আকাশ থেকে ছিটকে পড়া তুমি আজ সুদূরগামী তারা।



তোমার সম্ভাবনার সকল পথ রুদ্ধ করে

রুদ্ধশ্বাসে আমার অপরিণত আড়ষ্ট সত্তায়

নিজেকে ঢেলে ছিলে দ্বিধাহীন

মলিন হাত যুগল ছুঁয়ায়ে কপালে সহিষ্ণু মানবী

বলেছিলে তোমায় যেনো মরণ অবধি জড়িয়ে থাকি,



আজ তুমি রাখী ছেঁড়া উদাস শিমুল উড়ে যাও।



অর্ধযুগ অনতিক্রম্য আনন্দ

অর্ধযুগ শুক্লপক্ষ

তিন যুগের ভগ্ন জীবন অর্ধযুগে পূর্ণতর হ্রদ,

আমি আজ ক্লান্তী কাবু

আগলে রাখার সব অধিকার ফিরিয়ে দেই

সম্ভাবনার সব দুয়ার খুলে যাক কামনা করি

আবার প্রথম থেকে শুরু করার অবিনাশী প্রয়াস তোমার

আমি দাহ্য বস্তুকে মাড়িয়ে হোক লেলিহান,



আমার আসমান খান তোমার মহান উষ্টায় আজ মৃত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!
+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.