নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

অনুচ্চার কথামালা

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

অনুচ্চার কথামালা.........



।। কয়েছ আহমদ বকুল ।।



কষ্টগুলো ঘৃণাগুলো জমতে জমতে

বেঁচে থাকর স্বপ্নগুলো কমতে কমতে

ইচ্ছা গুলো ভীষণ আমায় কাবু করে

গলা টিপে দেইনা কেন তোমায় মেরে



একটি বুলেট একটি কেবল ছুরির টানে

অধিকারের উচ্ছলিত অপমানে

তোমার সকল মিথ্যাচারের নগ্ন খেলা

থামিয়ে দিতে ইচ্ছে করে এই এ বেলা



মাতাল তুমি অপথে হও নিত্য গত

গহন বুকে জাগিয়ে দিয়ে নবীন ক্ষত

অবিরত হাহুতাশ আর হাহাকারে

নিশ্চিহ্ণবোধ জাগে বুকে বারে বারে



তুমি নামে তরঙ্গিত তরী আমার

তুমি নামে কৃষক মনে শস্য খামার

তুমি নামে সংসার পুড়ে কালীমাটি

তোমায় কেন থাকতে দেবো পরিপাটি........।



তুমি আমার কষ্ট ঘৃণা ভালোবাসা

তুমি আমার বেঁচে থাকার আকুল আশা

তুমি আমার ইচ্ছা রানী স্বেচ্ছামতি

যেমন ইচ্ছা তেমন চলো হোক না ক্ষতি



তুমি তোমার আপন খেলায় মত্ত থাকো

আমি তোমার খেলার পুতুল সহজ সাদা

যেমন খুশী তালে লয়ে নাচাও মোরে

এবার না হয় নাম বদলে হবো গাধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.