নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

কয়েছ আহমদ বকুল › বিস্তারিত পোস্টঃ

আমার ধর্মের নাম ভাষা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯

আমার ধর্মের নাম ভাষা

আমার ধর্মের নাম ভাষা
আমার ঐশী গ্রন্থের নাম বাংলা
আমার তীর্থস্থান শহীদ মিনার

প্রেম যদি এবাদত হয়
কবিতা যদি হয় প্রার্থনা গান
আমি দ্বিধাহীন বলতে পারি
আমার আসমানখান কেবল এক
ভাষা আলোয় আলোকিত আছে

কিছু অবতার কিছু দেবদূত
ছালাম বরকত জব্বার নবীরা আমার
আমাকে দীক্ষিত করেছেন যে ধর্মে
সেই ধর্মের যোগ্য ধারক হওয়ার চেয়ে বড় কাজ
এখানে আমার কিছু নেই

আমাকে ভাষার কাছে বর্ণমালার কাছে
নত হতে শিখিয়েছে যে 'একুশ'
আমার ধর্মদিন আমার পূজার দিন
অমলিন অর্ঘ্য সব শোকের উত্তাপ চোখে ভাসে

এখানে শেয়াল আছে
শকূনেরা লোভের প্রহর গুনে খুব
একুশের বেদীতে কভু দেখি কিছু নাপাক জারজ
রোদেলা' ধ্বংস করে যারা
অভিজিতের খুন যাদের হাতের তালুতে আছে জমা
নিলয় বাবু বিজয় যাদের চাপাতির নিত্য খোরাক
ভাষাকে ধর্ম মানার পাপে
মানিক আজ তাদেরই কারাগারে বন্ধি এক শোষন সময়
এভাবে আঘাত আসে যুগেযুগে ধর্মের উপর
আমাদের ভাষাধর্ম নিস্কুলশ রাখতে চাই
আরেকটি ধর্মযুদ্ধ আরেকটি ক্রুসেড নতুন

আমার ধর্মের নাম ভাষা
আমার ভালবাসা শ্রদ্ধা এবং একমাত্র বিপ্লবের নাম ভাষা
আন্দোলিত রক্তেরা বেশ অভিজিৎ মানিক হতে চায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: আমার ধর্মের নাম ভাষা
আমার ঐশী গ্রন্থের নাম বাংলা
আমার তীর্থস্থান শহীদ মিনার


এই টুকুই যথেষ্ট। অসাম উপলব্ধি।
++++

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

উল্টা দূরবীন বলেছেন: দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.